আজ খবর (বাংলা), ধরমশালা, হিমাচল প্রদেশ, ১২/১১/২০২০ : ফের এক বলিউড অভিনেতার রহস্যমৃত্যুর ঘটল।আজ হিমাচল প্রদেশের ধরমশালার একটি প্রাইভেট কমপ্লেক্স থেকে অভিনেতা আসিফ বসরার মৃতদেহ উদ্ধার হয়েছে.
ধরমশালার পুলিশ সুপার বিমুক্ত রঞ্জন জানিয়েছেন, "অভিনেতা আসিফ বসরার মৃতদেহ পুলিশ উদ্ধার করেছে এক প্রাইভেট কমপ্লেক্স থেকে, ঘটনাস্থলে তাঁর ঝুলন্ত মৃতদেহ গিয়েছে। মৃতদেহটি ময়না তদন্তের জন্যে পাঠানো হয়েছে।" ঠিক কিভাবে এই অভিনেতার মৃত্যু হল তা পুলিশ এখনো স্পষ্ট করে বলতে পারে নি। গোটা বিষয়টি নিয়ে তদন্ত করছে হিমাচলের পুলিশ। আসিফ বসরার রহস্যমৃত্যুর খবর প্রকাশ্যে আসতেই মুম্বই ফিল্ম ইন্ডাস্ট্রিতে শোকের ছায়ানেমে আসে।
আসিফ বসরা বেশ কিছু হিন্দি ছবিতে অভিনয় করেছেন। সেইসব ছবির তালিকায় রয়েছে 'জব ওই মেট', 'এক ভিলেন', 'ফ্যানি খান', 'রয়', 'হিচকি' ইত্যাদি। এছাড়াও 'পাতাল লোক' নামে একটি ওয়েব সিরিজেও তিনি অভিনয় করে যথেষ্ট সুনাম অর্জন করেছিলেন।