ভাল শীতবস্ত্র না থাকায়, লাদাখ সীমান্তে ভয়ঙ্কর কষ্টে রয়েছে চীনের লাল ফৌজ - আজ খবর । দেখছি যা লিখছি তাই । ডিজিটাল মিডিয়ায় অন্যতম শক্তিশালী সংবাদ মাধ্যম

Sonar Tori


ভাল শীতবস্ত্র না থাকায়, লাদাখ সীমান্তে ভয়ঙ্কর কষ্টে রয়েছে চীনের লাল ফৌজ

Share This

ভাল শীতবস্ত্র না থাকায়, লাদাখ সীমান্তে ভয়ঙ্কর কষ্টে রয়েছে চীনের লাল ফৌজ
ভারতীয় সেনাবাহিনী 

আজ খবর (বাংলা), লাদাখ, ভারত, ২৫/১১/২০২০ : প্রচন্ড ঠাণ্ডায় ভয়ঙ্কর বিপদে পড়েছে চীনের পিপলস লিবারেশন আর্মির (PLA) সেনাবাহিনী। এত উচ্চতায় এত ভয়ানক ঠাণ্ডা আবহাওয়া সম্বন্ধে কোনো অভিজ্ঞতাই ছিল না চীনা  সেনার। যে কারনে এই মুহূর্তে লাদাখ সীমান্তে পাহারা দেওয়া লাল ফৌজের চরম দুরাবস্থা দেখা দিয়েছে।

ভারতীয় সেনারা যেখানে অনেকটাই সুবন্দোবস্তের মধ্যে রয়েছেন, সেখানে চীনা সেনাদের অবস্থা ভয়ানক খারাপ হয়ে উঠেছে। এ বছর ভারত সরকার আগে থেকেই হাই অল্টিচিউড বিশেষ শীতবস্ত্র বিদেশ থেকে আমদানি করে সেনাবাহিনীকে দিয়েছিল। শুধু তাই নয়, শীত নিরোধক ক্যাপস্যুল টাইপের তাঁবু এবং ছোট ছোট শিবিরের ব্যবস্থা করেছিল। তার সাথ্যে সেই তাঁবু এবং শিবিরগুলিকে গরম রাখার ব্যবস্থাও করেছিল। সেনাবাহিনীকে ইগলু বানিয়ে তার মধ্যেও রাখা হয়েছে। যদিও এই ঠান্ডায় লাদাখের মত জায়গায় সেগুলো অপ্রতুল বলে মনে হতেই পারে। তবু কিছুটা স্বস্তির ব্যবস্থা কেন্দ্র সরকার আগে থেকেই করে রেখেছিল সেনাবাহিনীর জন্যে। এই মুহূর্তে প্রচন্ড ঠান্ডায় ভারতীয় সেনাবাহিনী রয়েছে লাদাখের গ্যালওয়ান উপত্যকা অঞ্চলে, প্যাংগং লেকের দক্ষিণ দিকে এবং সিয়াচেনে। এই সব জায়গায় তাপমাত্রা নেমে যায় মাইনাস ৫০ বা মাইনাস ৬০ ডিগ্রিতে। এই ঠান্ডায় রক্ত জামে বরফ হয়ে যাওয়ার কথা।

চীনের লাল ফৌজও প্রায় একই রকম তাপমাত্রায় রয়েছে। কিন্তু অভিজ্ঞতা না থাকায় চীন সেনাবাহিনীর জন্যে সেভাবে ব্যবস্থা  নেয় নি। যার ফলে চীনের সেনাবাহিনী প্রচন্ড ভয়ানক খারাপ অবস্থায় রয়েছে। ভারতীয় সেনারা জানাচ্ছে, প্রায় প্রতিদিনই চীনা সেনাদের স্ট্রেচারে করে উদ্ধার করে নিয়ে যাচ্ছে হেলিকপ্টার। চীনা সেনাদের দুরাবস্থা দেখে চীন সরকার স্থানীয় এক বস্ত্র নির্মাণ সংস্থাকে দিয়ে জ্যাকেট বানাচ্ছে বটে, কিন্তু সেই জ্যাকেট খুব বেশি হলে ৯,০০০ ফুট উচ্চতায় কাজে লাগতে পারে, ১২,০০০ ফুট উচ্চতায় নয়। (এই বিষয়টি নিয়ে চীনের একটি সংবাদপত্র খবর করেছে)। আর তাছাড়া শুধু জ্যাকেটে তো আর ঠাণ্ডা আটকাবে না। সেনা সূত্রে জানা যাচ্ছে, প্রচন্ড ঠান্ডায় বেশ কিছু চীনা সেনা মারা গিয়েও থাকতে পারে। এই অবস্থায় কতদিন তারা এই অঞ্চলে পাহারা দেবে সেটাই এখন দেখার। 

Loading...

Amazon

https://www.amazon.in/Redmi-8A-Dual-Blue-Storage/dp/B07WPVLKPW/ref=sr_1_1?crid=23HR3ULVWSF0N&dchild=1&keywords=mobile+under+10000&qid=1597050765&sprefix=mobile%2Caps%2C895&sr=8-1

Pages