আজ খবর (বাংলা), ইসলামাবাদ, পাকিস্তান, ১৫/১১/২০২০ : কাতারে কাতারে মানুষ আর শুধুই মানুষের জমায়েত। এই মানুষগুলি এসেছেন পাকিস্তান সরকারের অত্যাচারের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে। পাক অধিকৃত কাশ্মীরের পর এবার প্রতিবাদে মুখের হয়ে উঠল উত্তর ওয়াজিরিস্তান।
তাদের ওপর পাকিস্তান সরকারের অকথ্য অত্যাচারের প্রতিবাদে সোচ্চার হয়ে উঠেছে উত্তর ওয়াজিরিস্তানের সাধারণ মানুষ। জায়গাটা হল পাকিস্তানের উত্তর ওয়াজিরিস্তানের মিরানশাহ নামে একটি ছোট শহর। এই অঞ্চলে থাকেন পাশতুন জাতি। এঁরা পাকিস্তানের মোট জনসংখ্যার ১৫ শতাংশ এবং পাকিস্তানে জনজাতিগুলির মধ্যে বেশ গুরুত্বপূর্ণ। এই পাশতুনরাই এবার রীতিমত বিদ্রোহে নেমেছেন পাক সরকারের বিরুদ্ধে। এঁদের এই আন্দোলনের নাম দেওয়া হয়েছে 'পাশতুন তাহাফফুজ মুভমেন্ট' (PTM).
পাশতুন বিদ্রোহীদের বক্তব্য, তাঁরা দীর্ঘদিন ধরে পাকিস্তানি সেনাবাহিনী, গোয়েন্দা দপ্তর, পুলিশ এবং জঙ্গীদের হাতে অত্যাচারের শিকার হয়ে আসছেন। যখন তখন বিনা দোষে তাঁদেরকে গ্রেপ্তার করে নিয়ে যাওয়া হয়, তারপর অকথ্য অত্যাচার চালানো হয়। বেশিরভাগ সময় যাঁদেরকে ধরে নিয়ে যাওয়া হল তাঁদের আর কোনো খোঁজ পাওয়া যায় না। খুব কম সময়েই তাঁদের মৃতদেহ ফেরত পাওয়া যায়। গ্রেপ্তার করে নিয়ে না গেলেও তাঁদেরকে অত্যাচারিত হতে হয় অকারণেই। এসব ক্ষেত্রে কোনো বিচারের সুযোগটুকুও পাওয়া যায় না। এভাবেই প্রতি নিয়ত পাশতুনদের মানবাধিকার এবং মৌলিক অধিকার খর্ব করে চলেছে পাকিস্তান সরকার। আজ তাই ক্ষোভে ফেটে পড়েছেন অসংখ্য মানুষ।
কিছুদিন আগেই ওয়াজিরিদের এক নেতা আরিফ ওয়াজিরির ওপর বিনা কারণে আক্রমন করা হয়েছিল, তাঁকে এমন প্রহার করা হয়েছিল, যে তিনি ঘটনাস্থলেই মারা গিয়েছিলেন। এই ধরনের ঘটনা প্রায় রোজই কোথাও না কোথাও ঘটে চলেছে ওয়াজিরিস্তানে। মানুষের ধৈর্য্যের বাঁধ এবার ভেঙে গিয়েছে। আজকের বিশাল আন্দোলন তারই বহিঃপ্রকাশ বলে মনে করা হচ্ছে।
পাক অধিকৃত কাশ্মীরের বাল্টিস্তান বা গিলগিটেও ছবিটা ঠিক একই রকম। এর আগে পাক অধিকৃত কাশ্মীরের মানুষ জানিয়ে দিয়েছিল, তারা আর পাকিস্তানের সাথে থাকতে রাজি নয়, তারা বরং ভারতের সাথেই মিশে যেতে চায়। এই বিষয়ে তারা বিশ্বব্যাপী আন্দোলনও গড়ে তুলেছে। পাক অধিকৃত কাশ্মীরের পর এবার পাকিস্তানের মানচিত্রে পশ্চিম দিকে থাকা ওয়াজিরিস্তানও একই পথে হাঁটল। আন্দোলনের সভায় আজ ওয়াজিরিরা পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করার কথাও উল্লেখ করেছে।