আজ খবর (বাংলা), হুগলি, পশ্চিমবঙ্গ, ২১/১১/২০২০ : মুণ্ডু হাত সহ দেহের একাধিক অঙ্গ বিচ্ছিন্ন বীভৎস মৃতদেহ উদ্ধার হুগলীর কুমিরমোড়ার লোহারপোল সংলগ্ন এলাকা থেকে।
আজ এক বিভৎস্য মৃতদেহ উদ্ধার হলো হুগলীর কুমিরমোড়ার লোহারপোল সংলগ্ন এলাকা থেকে, এই নিয়ে এলাকায় মানুষদের মধ্যে ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে। ঘটনাস্থলে স্থানীয় চণ্ডীতলা থানার পুলিশ এসে উদ্ধার করে নিয়ে যায় ওই মৃতদেহটি।
স্থানীয় সুত্রে জানা যাচ্ছে, সকাল ৯ নাগাদ স্থানীয় মানুষদের নজরে আসে ওই মৃতদেহ, রাস্তার ধারে একটি খালে পড়ে থাকতে দেখে স্থানীয়রা, এবং যেটা জানা যাচ্ছে, অজ্ঞাত পরিচয় ওই মৃতদেহটির মুণ্ডু, হাত এবং শরীরের বিভিন্ন অংশ শরীর থেকে অধরা, এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে, স্থানীয় এবং পুলিশের প্রাথমিক সুত্রে যেটা যানা যাচ্ছে গতকাল রাতে ওই মৃতদেহটি ওখানে কেউ ফেলে গিয়েছে। ঘটনাস্থলে চণ্ডীতলা থানার পুলিশ এসে মৃতদেহটি উদ্ধার করে নিয়ে যায়, এই ঘটনায় এলাকার মানুষদের আতঙ্ক সৃষ্টি হয়েছে, কিভাবে ওই মৃতদেহটি ওখানে এলো, কারাইবা খুন করলো ! যদিও ওই মৃতদেহটির পরিচয় পাওয়া যায়নি, এর পেছনে কাদের হাত থাকতে পারে? মৃত ব্যাক্তির বাড়িই বা কোথায় ? ইতিমধ্যেই এই ঘটনার তদন্ত শুরু করেছে চণ্ডীতলা থানার পুলিশ।