২৬/১১ মুম্বইয়ে জঙ্গী আক্রমনের ক্ষত এখনো শুকায়নি - আজ খবর । দেখছি যা লিখছি তাই । ডিজিটাল মিডিয়ায় অন্যতম শক্তিশালী সংবাদ মাধ্যম

Sonar Tori


২৬/১১ মুম্বইয়ে জঙ্গী আক্রমনের ক্ষত এখনো শুকায়নি

Share This

২৬/১১ মুম্বইয়ে জঙ্গী আক্রমনের ক্ষত  এখনো শুকায়নি


আজ খবর (বাংলা), নতুন দিল্লী, ভারত, ২৫/১১/২০২০ :  ফের একবার এসে হাজির হল  সেই  তারিখটা, ২৬/১১,  তারিখে মুম্বইয়ে ১০ জন লস্কর ই তৈবার জঙ্গী এসে নির্দ্দ্বিধায় গুলি চালিয়ে ১৬৬ জন নিরপরাধ মানুষকে হত্যা করেছিল।  ঘটনায় আহত হয়েছিলেন ৩০০র বেশি মানুষ। 

আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, "২০০৮ সালে আজকের দিনেই পাকিস্তানী জঙ্গীরা মুম্বইয়ে এসে নিরীহ সাধারণ মানুষদেরকে নির্বিচারে হত্যা করেছিল, যার মধ্যে ছিলেন বিদেশীরা  এবং পুলিশ কর্মীরাও। যাঁরা সেদিন আমাদের ছেড়ে চলে গিয়েছিলেন,  তাঁদের প্রতি আমি সশ্রদ্ধ প্রণাম করছি। সেদিনের সেই জঙ্গী আক্রমনের  ক্ষত ভারত কোনোদিন ভুলতে পারবে না, ভারত এখন জঙ্গীবাদের বিরুদ্ধে লড়াই করার নতুন নীতি নিয়েছে। আমি দেশের সেই সব নিরাপত্তা রক্ষীদেরকে নত মস্তকে প্রণাম জানাচ্ছি, যাঁরা প্রতিদিন মুম্বই বা অন্যান্য জঙ্গীদের সাথে লড়াই করে আমাদের সুরক্ষিত রাখার কাজ  বীরত্বের সাথে করে চলেছেন।"

আজ স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সহ অন্যান্য মন্ত্রীরাও টুইট করে মুম্বইয়ের ২৬/১১ দিনটিকে স্মরণ করেছেন। অমিত শাহ হিন্দিতে লিখেছেন, "আমি তাঁদের প্রত্যেককে সশ্রদ্ধ প্রণাম জানাচ্ছি, যাঁরা মুম্বইয়ে ২৬/১১ তারিখে জঙ্গীদের গুলিতে প্রাণ হারিয়েছিলেন। তাঁদের আত্মীয় স্বজনকে সমবেদনা জানাচ্ছি। সেদিন যে সব নিরাপত্তা কর্মীরা জঙ্গীদের মুখোমুখি হয়েছিলেন, তাঁদের কৃতজ্ঞতা জানাচ্ছি। তাঁদের সাহসিকতার জন্যে এবং চূড়ান্ত বলিদানের জন্যে আমাদের দেশ চিরকাল তাঁদের প্রতি কৃতজ্ঞ থাকবে।"

Loading...

Amazon

https://www.amazon.in/Redmi-8A-Dual-Blue-Storage/dp/B07WPVLKPW/ref=sr_1_1?crid=23HR3ULVWSF0N&dchild=1&keywords=mobile+under+10000&qid=1597050765&sprefix=mobile%2Caps%2C895&sr=8-1

Pages