আজ খবর (বাংলা), কলকাতা, পশ্চিমবঙ্গ, ২৬/১১/২০২০ : আজ বেশ কয়েক দফা দাবীতে সংগঠনগুলির ডাকা ভারত বন্ধের দিনে রাজ্যের বিভিন্ন জেলায় মিশ্র সাড়া পড়েছে।
আজ বামেদের ডাকা ধর্মঘটের দিন সরকারি অফিসগুলি খোলা ছিল.রাস্তায় সরকারি বাস চললেও বেসরকারি বাস ছিল হাতে গোনা। যদিও কলকাতায় বেশ কিছু বেসরকারি বাস চলেছে। তবে আজ সাধারণ মানুষ অনেক কম সংখ্যায় বেড়িয়েছেন রাস্তায়। অফিসযাত্রীদের মধ্যেও ভীড় ছিল অন্যান্য দিনের তুলনায় বেশ কিছুটা কম. হাওড়া স্টেশন বা শিয়ালদহ ষ্টেশনে ট্যাক্সি থাকলেও অন্যান্য দিনের মত বেশি সংখ্যায় দেখা .যায় নি.
আজ সকাল থেকেই রাজ্যকে অচল করতে বাম সংগঠনগুলির কর্মীরা পথে নেমে আন্দোলন শুরু করেন. বিভিন্ন জায়গায় মিছিল করেন। রাস্তায় টায়ার জ্বালানো, অবরোধ, ট্রেন এবং বাস আটকানো, স্লোগান দেওয়া এই সব কিছুই করতে দেখা গিয়েছে বাম সংগঠনগুলির কর্মীদের। যেন ফের একবার বাম জমানার চলচিত্র ফুটে উঠেছে। আজ রাজপথের রং যেন লালে ভরে উঠেছে।