আজ খবর (বাংলা), ব্যারাকপুর,পশ্চিমবঙ্গ, ২১/১১/২০২০ : রাজ্যে বিধানসভা নির্বাচন যতই এগিয়ে আসছে, ততই রাজনৈতিক নেতাদের .বাগযুদ্ধ বেড়ে চলেছে।
আজ সেই বাগযুদ্ধের সবচেয়ে বড় রাজনৈতিক বিস্ফোরণ ঘটিয়েছেন বিজেপি সাংসদ অর্জুন সিং। .ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং আজ সাংবাদিকদের সামনে শুভেন্দু অধিকারীকে নিয়ে মন্তব্য করে বলেন, "শুভেন্দু অধিকারি রাজনীতিতে একটা বড় নাম। শুভেন্দু অধিকারী এবং কিছু বড় জন নেতাকে সিঁড়ি বানিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় এতবড় নেত্রী হয়েছেন, আর এই সিঁড়িগুলোকেই ভেঙে দিয়ে তিনি নিজের ভাইপোকে টেনে তুলছেন। এগুলো মেনে নেওয়া যায় না। শুভেন্দুকে যে ধরনের অপমান করা হচ্ছে, তাতে শুভেন্দুর মত এত বড় জন নেতার আর এক মুহূর্ত তৃণমূলে থাকা উচিত নয়। যদি তিনি বিজেপিতে যোগ দিতে চান, তাহলে বিজেপি তাঁকে স্বাগত জানাবে।"
এরপরেই অর্জুন সিং মন্তব্যের বিস্ফোরণ ঘটান , তিনি বলেন, "এই মুহূর্তে তৃণমূলের অন্তত ৫ জন সাংসদ দল ছেড়ে বিজেপিতে যোগ দিতে চলেছেন যে কোন মুহূর্তে। তার মধ্যে রয়েছেন সৌগত রায়ও" অর্জুন সিং বলেন, "সৌগত রায় ক্যামেরার সামনে তৃণমূল তৃণমূল করেন, কিন্তু ক্যামেরা সরিয়ে নিলেই অন্য কথা বলেন।"
অর্জুন সিংয়ের এই মন্তব্যের পরিপ্রেক্ষিতে তৃণমূল নেতা সৌগত রায় বলেন, "অর্জুন সিংহের বক্তব্যের পরিপ্রেক্ষিতে কোনো কথা বলতে আমার রুচিতে বাঁধে। ওর বাবা আমার সাথে বিধায়ক হিসেবে কাজ করেছেন। শুভেন্দুর অপমান নিয়ে অর্জুন কথা বলার কে ? সে ব্যাপারে শুভেন্দু আর দল বুঝবে। বিজেপি একটি সাম্প্রদায়িক দল হিসেবে আমি মনে করি. আমি মরে যাব, তবু কোনোদিন বিজেপিতে যোগ দেব না। "
বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ এই প্রসঙ্গে বলেন, "অর্জুন সিং অনেক দিন তৃণমূলে ছিলেন, তৃণমূলে ওঁর অনেক বন্ধু ছিল। উনি ঠিক কার কার সাথে যোগাযোগ রাখছেন আমি তা জানি না। তবে কেউ যদি বিজেপিতে যোগ দিতে চান, তিনি স্বাগত। তবে তৃণমূলের ৫ সাংসদ বিজেপিতে যোগ দিচ্ছেন কিনা, সে ব্যাপারে আমার কিছু জানা নেই.আমি বলতে পারব না। "