আগামীকাল বিশ্ব শৌচাগার দিবস পালিত হবে দেশে - আজ খবর । দেখছি যা লিখছি তাই । ডিজিটাল মিডিয়ায় অন্যতম শক্তিশালী সংবাদ মাধ্যম

Sonar Tori


আগামীকাল বিশ্ব শৌচাগার দিবস পালিত হবে দেশে

Share This

আগামীকাল বিশ্ব শৌচাগার দিবস পালিত হবে দেশে

 
আজ খবর (বাংলা), নতুন দিল্লী, ১৮/১১/২০২০ : আগামীকাল বিশ্ব শৌচাগার দিবস, পালিত হবে ভারতেও। রাজ্য ও জেলাগুলিকে স্বচ্ছতার পুরস্কার তুলে দেবে কেন্দ্র সরকার।

জল শক্তি মন্ত্রকের অধীনস্থ পানীয় জল ও পয়ঃনিষ্কাশন দপ্তর আগামীকাল ১৯শে নভেম্বর স্বচ্ছ ভারত মিশন – গ্রামীণ (এসবিএমজি)-এর আওতায় বিশ্ব শৌচাগার দিবস উদযাপন করবে। এই অনুষ্ঠানে সুরক্ষিত পয়ঃনিষ্কাশন ব্যবস্থার বিষয়ে প্রচার চালানোর জন্য যে সমস্ত জেলা / রাজ্য গুরুত্বপূর্ণ অবদান রেখেছে তাদের পরিচ্ছন্নতার প্রচারাভিযানের কারণে  পুরস্কৃত করা হবে।

কেন্দ্রীয় জল শক্তি মন্ত্রী শ্রী গজেন্দ্র সিং শেখাওয়াত, দপ্তরের প্রতিমন্ত্রী শ্রী রতনলাল কাটারিয়া আগামীকাল 'স্বচ্ছতা পুরস্কার’ শ্রেষ্ঠ জেলা / রাজ্যগুলিকে দেবে। কোভিড-১৯ মহামারীর কারণে এ বছর এই অনুষ্ঠানটি ভার্চ্যুয়ালি হবে।

এসবিএমজি-র প্রথম পর্যায়ের কাজ হয়েছিল ২০১৪-১৯-এর মধ্যে। সেই কাজের ধারাবাহিকতা বজায় রাখতে এ বছর থেকে দ্বিতীয় পর্যায়ের এসবিএমজি-র কাজ শুরু হয়েছে। এর মূল উদ্দেশ্য খোলা স্থানে শৌচকর্ম বন্ধ করা, কঠিন ও তরল বর্জ্য পদার্থের ব্যবস্থাপনা, সম্প্রদায়গত শৌচালয় গড়ে তোলা এবং সেগুলির যথাযথ রক্ষণাবেক্ষণ ছাড়াও স্বচ্ছ সুন্দর সামুদায়িক শৌচালয় এবং সামুদায়িক শৌচালয় অভিযানের মতো কর্মসূচিকে বাস্তবায়িত করা।

Loading...

Amazon

https://www.amazon.in/Redmi-8A-Dual-Blue-Storage/dp/B07WPVLKPW/ref=sr_1_1?crid=23HR3ULVWSF0N&dchild=1&keywords=mobile+under+10000&qid=1597050765&sprefix=mobile%2Caps%2C895&sr=8-1

Pages