সুজাপুরে প্লাস্টিক কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, মৃত ৪, আশঙ্কাজনক ৮ - আজ খবর । দেখছি যা লিখছি তাই । ডিজিটাল মিডিয়ায় অন্যতম শক্তিশালী সংবাদ মাধ্যম

Sonar Tori


সুজাপুরে প্লাস্টিক কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, মৃত ৪, আশঙ্কাজনক ৮

Share This

সুজাপুরে প্লাস্টিক কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, মৃত ৪, আশঙ্কাজনক ৮
এখানেই ঘটেছে বিস্ফোরণ 


আজ খবর (বাংলা), মালদহ, পশ্চিমবঙ্গ, ১৯/১১/২০২০ :  আজ কিছুক্ষণ আগে মালদহের সুজাপুরে একটি প্লাস্টিক কারখানায় ভয়াবহ বিস্ফোরণ ঘটে গিয়েছে। সেই বিস্ফোরণে এখনো পর্যন্ত ৪ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে, আশঙ্কাজনক অবস্থায় ৮ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

কিচ্ছুক্ষন আগেই মালদহের  প্লাস্টিক কারখানার মধ্যে বড়সড় বিস্ফোরণের ঘটনা ঘটেছে বলে জানতে পারা যাচ্ছে। ওই বিস্ফোরণে ৪ জনের ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে বলে খবর পাওয়া যাচ্ছে। যদিও বেসরকারি মতে মৃতের সংখ্যা ৫, বিস্ফোরণের ঘটনায় আট জনকে আশঙ্কাজনক অবস্থায় মালদহ মেডিক্যাল কলেজে ভর্তি করা হয়েছে। এক্ষেত্রে মৃতের সংখ্যা বাড়তে পারে বলে মনে করা হচ্ছে। 

কি থেকে বিস্ফোরণ তা অস্পষ্ট রয়েছে, তবে পুলিশ সূত্রে জানা গিয়েছে, কারখানার মধ্যে একটি মেশিন অত্যন্ত গরম হয়ে গিয়েছিল। সেই মেশিনটিই ফেটে গিয়ে বিস্ফোরণের চেহারা  নিয়েছে। কিন্তু ঘটনাস্থলে গিয়ে যে চিত্র ধরা পড়েছে, তাতে মনে হতেই পারে ঘটনাস্থলে বোমা বিস্ফোরণ হয়েছে। স্থানীয়দের মধ্যে কেউ কেউ বলছেন, এমনটা হতেও পারে কারখানার মধ্যে বোমা মজুত করে রাখা ছিল, যা হয়ত ফেটে গিয়েছে। গোটা বিষয়টি তদন্ত করে দেখছে পুলিশ। ঘটনাস্থলে গিয়ে দেখা গিয়েছে, কারখানাটি রীতিমত বিধ্বস্ত অবস্থায় পরিণত হয়েছে। কারখানার টিনের ছাদ উড়ে গিয়েছে। ভিতরের পাঁচিল ভেঙে পড়েছে, মনে হচ্ছে যেন এখানে নাশকতা চালানো হয়েছে। দেখে বোঝার উপায় নেই যে এখানে কোনো কারখানা ছিল।

নবান্ন থেকে রাজ্যের মুখ্য সচিব আলাপন বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, "মালদহের সুজাপুরে একটি প্লাস্টিক কারখানায় মেশিন থেকে বড়সড় বিস্ফোরণের ঘটনা ঘটেছে, যেখানে ৪ জন মারা গিয়েছেন এবং ৮ জনকে হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। আর কিছুক্ষণের মধ্যেই ফিরহাদ হাকিম বিশেষ বিমানে করে কলকাতা থেকে ঘটনাস্থলে উড়ে যাবেন। বিকেলের মধ্যেই তিনি পৌঁছে যাবেন সুজাপুরে। রাজ্য সরকারের নিয়ম অনুযায়ী মৃতের পরিবার ক্ষতিপূরণ পাবেন ২ লক্ষ টাকা করে এবং আহতরা পাবেন ৫০ হাজার টাকা করে।"

Loading...

Amazon

https://www.amazon.in/Redmi-8A-Dual-Blue-Storage/dp/B07WPVLKPW/ref=sr_1_1?crid=23HR3ULVWSF0N&dchild=1&keywords=mobile+under+10000&qid=1597050765&sprefix=mobile%2Caps%2C895&sr=8-1

Pages