আজ খবর (বাংলা), শ্রীনগর, জম্মু ও কাশ্মীর, ১৩/১১/২০২০ : জম্মু ও কাশ্মীরের দুটি জায়গায় আজ জঙ্গীরা অনুপ্রবেশ করার চেষ্টা করেছে। সেই সময় পাকিস্তানের গোলাগুলিতে প্রাণ গিয়েছে তিন সেনা জওয়ানের। প্রাণ গিয়েছে আরও তিন সাধারণ মানুষেরও।
সেনা সূত্রে জানা গিয়েছে, দুই জওয়ান শহীদ হয়েছেন উরি সেক্টরে, এবং এক জওয়ান শহীদ হয়েছেন গুৱেজ সেক্টরে। জম্মু ও কাশ্মীরের উরি থেকে গুৱেজ সেক্টর পর্যন্ত মোট চার জায়গায় বিনা প্ররোচনায় যুদ্ধ বিরতি চুক্তি লংঘন করে পাক সেনারা গোলাগুলি চালাতে শুরু করে সীমান্তের ওপার থেকে। লাইন অফ কন্ট্রোলের ওপার থেকে পাকিস্তানের ছোঁড়া গোলাগুলিতেই প্রাণ হারিয়েছেন তিনজন সাধারণ গ্রামবাসী। আহতের সংখ্যা বেশ কিছু বলে জানানো হয়েছে। আহতদেরকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। গুরুতর আহত চার গ্রামবাসেবীকে উরি সাব ডিস্ট্রিক্ট হাসপাতালে নিয়ে গিয়ে এমার্জেন্সি চিকিৎসা দেওয়া হচ্ছে।
আজ সীমান্তের ওপার থেকে বিভিন্ন জায়গা দিয়ে প্রচুর পরিমাণে জঙ্গীদল ভারতে অনুপ্রবেশ করার মরিয়া চেষ্টা করেছে।. তাদেরকে সীমান্ত পার করিয়ে দিতে পাকিস্তানের সেনারা লাইন অফ কন্ট্রোলের ওপার থেকে প্রচুর পরিমাণে শেলিং করে গিয়েছে। জবাবে ভারতও শেলিং শুরু করে। পাকিস্তানের সেনা ছাউনি ও বাঙ্কার গুঁড়িয়ে গিয়েছে বলে জানা গিয়েছে। ভারতীয় সেনার গুলিতে অন্তত ৯ জন পাক সেনার মৃত্যু হয়েছে বলে খবর পাওয়া যাচ্ছে। তবে আজ কোনো জঙ্গী ভারতে অনুপ্রবেশ করতে পারে নি।