ধুমধাম করে ভাইফোঁটা পালন বিজেপি শিবিরের - আজ খবর । দেখছি যা লিখছি তাই । ডিজিটাল মিডিয়ায় অন্যতম শক্তিশালী সংবাদ মাধ্যম

Sonar Tori


ধুমধাম করে ভাইফোঁটা পালন বিজেপি শিবিরের

Share This


আজ খবর (বাংলা), কলকাতা,পশ্চিমবঙ্গ, ১৬/১১/২০২০ : আজ রাজ্যের বিভিন্ন জায়গায় ভাইফোঁটা পালন করল বিজেপি। পাশাপাশি রাজনৈতিক বার্তাও দিয়ে রাখল পদ্ম শিবির।

আজ সকাল ১০টা নাগাদ  হেস্টিংসে বিজেপির অফিসে পৌঁছে গিয়েছিলেন বিজেপির মাইনরিটি মোর্চার প্রেসিডেন্ট জনাব আলী হোসেন।  সেখানে ভাইফোঁটার অনুষ্ঠানে হাজির ছিলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ ও জয় প্রকাশ মজুমদার।  বিজেপি নেতা তথা প্রাক্তন বিজেপি সভাপতি রাহুল সিনহা অবশ্য বাড়িতেই ভাইফোঁটা অনুষ্ঠান পালন করেছেন। উত্তরবঙ্গের ধুপগুড়িতেও বিজেপি পার্টি অফিসে ধুমধাম করে ভাই ফোঁটার অনুষ্ঠান আয়োজিত হয়েছে। সেখানে উপস্থিত ছিলেন জলপাইগুড়ির সাংসদ ডক্টর জয়ন্ত রায়।

বিজেপি নেত্রী প্রাক্তন আইপিএস ভারতী ঘোষ আজ কালীঘাট মন্দিরে গিয়ে পুজো দিয়ে সেখানেই দুঃস্থ ভাইয়েদের ভাইফোঁটা দিয়েছেন। গেরুয়া শিবির আজ ভাইফোঁটা অনুষ্ঠান  আয়োজন করেছিল মুরলীধর সেন লেনে নিজেদের সদর দপ্তরেও,  সেখানে ছিলেন সাধারণ সম্পাদক রথীন্দ্র বসু, সহ সভাপতি রাজকমল পাঠক, মাইনরিটি মোর্চার আলী হোসেন এবং মহিলা মোর্চার ইসরাত জাহান। পাটুলিতে ভাইফোঁটা দিয়েছেন শ্ৰীমতী সংঘমিত্রা চৌধুরী।

বিজেপির কিষান মোর্চার প্রেসিডেন্ট মহাদেব সরকার আজ সাক্ষাৎ করেন দেশের জন্যে সদ্য শহীদ জওয়ান সুবোধ ঘোষের পরিবারের সাথে। বিজেপি নেত্রী লকেট চ্যাটার্জি ভাইফোঁটা অনুষ্ঠানে যোগ দিয়ে করোনা থেকে সুস্থ হয়ে ওঠার শুভেচ্ছা জানান আক্রান্তদের। রাজনৈতিক আক্রমনের শিকার বিজেপি মোর্চার সদস্যা রাধারানী নস্কর, তিনি আজ দিলীপ ঘোষকে ভাইফোঁটা দিয়েছেন। দিলীপ ঘোষ আজ ভাইফোঁটার দিনে রাজ্যের মহিলাদের সুৰক্ষা দেওয়ার অঙ্গীকার করেছেন। 

মুকুল রায়কে তাঁর বাড়িতেই ফোঁটা  দিয়েছেন বোনেরা। সন্ধ্যায় দিলীপ ঘোষের নিউ টাউনের বাড়িতেও আজ ভাইফোঁটা অনুষ্ঠানে থাকবেন দিলীপ ঘোষ ও লকেট চ্যাটার্জিরা। ভাইফোঁটা অনুষ্ঠান থেকে বিজেপি মহিলা মোর্চার সভানেত্রী অগ্নিমিত্রা পল আজ রাজনৈতিক বার্তা দিয়ে বলেন, "আমার সব দাদা ও ভাইয়েরা সুস্থ থাকুন। রাজ্যে একদিকে করোনার আক্রমন আর একদিকে তৃণমূল মেরে কেটে বিজেপি কর্মীদের আটকাতে চাইছে।কিন্তু যত  যায় করুক আগামী নির্বাচনে বিজেপিই জিতবে।"

Loading...

Amazon

https://www.amazon.in/Redmi-8A-Dual-Blue-Storage/dp/B07WPVLKPW/ref=sr_1_1?crid=23HR3ULVWSF0N&dchild=1&keywords=mobile+under+10000&qid=1597050765&sprefix=mobile%2Caps%2C895&sr=8-1

Pages