কেন্দ্রের নীতি জন বিরোধী, শ্রমিক বিরোধী : সৌগত রায় - আজ খবর । দেখছি যা লিখছি তাই । ডিজিটাল মিডিয়ায় অন্যতম শক্তিশালী সংবাদ মাধ্যম

Sonar Tori


কেন্দ্রের নীতি জন বিরোধী, শ্রমিক বিরোধী : সৌগত রায়

Share This



আজ খবর (বাংলা), কলকাতা, পশ্চিমবঙ্গ, ২৪/১১/২০২০ : আজ কলকাতার তৃণমূল ভবনে  সাংবাদিক বৈঠকে  কেন্দ্র সরকারের নীতিগুলির কড়া  সমালোচনা করলেন বর্ষীয়ান তৃণমূল নেতা সৌগত রায়।

সৌগতবাবু .বলেন, "কেন্দ্র  দেশের  সম্পদগুলিকে এক এক করে বিক্রি করে দিচ্ছে। যেটা একেবারে জন বিরোধী এবং শ্রমিক বিরোধী। কেন্দ্র সরকার কৃষি আইন নিয়ে এসেছে। সেই আইনও কৃষক বিরোধী। গোটা দেশের কৃষকরা তার জন্যে আন্দোলনে নেমেছেন। কেন্দ্র বলেছিল ২০২২ সালের মধ্যে কৃষকদের আয় দ্বিগুন হবে, কিন্তু যে হারে কৃষকদের আয় বাড়ছে, তাতে কৃষকদের আয় দ্বিগুন হতে ২০২৮ সাল হয়ে যাবে, অথচ দেখুন আমাদের সরকার ইতিমধ্যেই কৃষকদের আয় তিন গুন্ করে ফেলেছে। আমাদের প্রচন্ড আপত্তি থাকা সত্ত্বেও কেন্দ্র সরকার কৃষি আইন পাস করিয়ে নিয়েছে। কেন্দ্র সরকারের যে নীতি চলছে তা জন বিরোধী, শ্রমিক বিরোধী। এর বিরুদ্ধে জোরদার আন্দোলন দরকার।" 

সাংবাদিক বৈঠকে সৌগতবাবু আরও বলেন, "আম্ফাণে আমাদের রাজ্যে মোট ১ লক্ষ ২ হাজার কোটি টাকার ক্ষয় ক্ষতি হয়েছে। কেন্দ্র এখনো পর্যন্ত আমাদের দিয়েছে মাত্র ৩৭০৭ কোটি টাকা। যেখানে রাজ্য সরকার এখনো পর্যন্ত খরচ করেছে ৬২৫০ কোটি টাকা। যা অবস্থা দাঁড়িয়েছে, তাতে করে আম্ফাণে ক্ষতিপূরণ সম্ভব হবে না। রাজ্যে করোনার জন্যে আমাদের সরকার ১২০০ কোটি টাকা খরচ করেছে। অথচ কেন্দ্রের তরফ থেকে আমাদের ৫০ হাজার কোটি টাকা প্রাপ্য রয়েছে। রাজ্য সরকার খুব অসুবিধার মধ্যে দিয়ে চালাচ্ছে, তবু সরকারি কর্মচারীদের বেতন, পেনশন ঠিক ঠিকভাবে দিয়ে যাওয়া হচ্ছে। আমরা কেন্দ্রের নীতির বিরুদ্ধে সোচ্চার হব।

Loading...

Amazon

https://www.amazon.in/Redmi-8A-Dual-Blue-Storage/dp/B07WPVLKPW/ref=sr_1_1?crid=23HR3ULVWSF0N&dchild=1&keywords=mobile+under+10000&qid=1597050765&sprefix=mobile%2Caps%2C895&sr=8-1

Pages