কাঠমান্ডুতে গার্ড অফ অনার দেওয়া হল ইন্ডিয়ান আর্মি চিফ নারাভানেকে - আজ খবর । দেখছি যা লিখছি তাই । ডিজিটাল মিডিয়ায় অন্যতম শক্তিশালী সংবাদ মাধ্যম

Sonar Tori


কাঠমান্ডুতে গার্ড অফ অনার দেওয়া হল ইন্ডিয়ান আর্মি চিফ নারাভানেকে

Share This

কাঠমান্ডুতে গার্ড অফ অনার  দেওয়া হল  ইন্ডিয়ান আর্মি চিফ নারাভানেকে


আজ খবর (বাংলা), কাঠমান্ডু, নেপাল, ০৫/১১/২০২০ : আজ নেপালের কাঠমান্ডুতে গার্ড অফ অনার দেওয়া হল ভারতের আর্মি চিফ মুকুন্দ নারাভানেকে। নেপালের সাথে ভারতের সখ্যতার আরও এক সুন্দর নিদর্শন গড়ে উঠছে।

নেপাল থেকে আমন্ত্রণ পেয়ে তিনদিনের সফরে সস্ত্রীক নেপালে গিয়েছেন ইন্ডিয়ান আর্মি চিফ মুকুন্দ নারাভানে। ভারতের সাথে প্রগাঢ় বন্ধুত্ত্ব থাকলেও বিগত  দিনগুলিতে নেপালের সাথে পারস্পরিক সম্পর্ক  খারাপ হয়েছিল ভারতের।  নেপালও  ক্রমেই ঝুঁকতে শুরু করেছিল চীনের দিকে, যার কূটনৈতিক ফায়দাটুকু নিতে  ছাড়েনি চীন। মূলতঃ  চিনেরই উস্কানিতে নেপাল তাদের দেশের নতুন মানচিত্র প্রকাশ করেছিল, যে মানচিত্রে ভারতের ভূখণ্ডের তিনটি জায়গা তাদের বলে দাবী করেছিল নেপাল। কিন্তু যত সময় গড়িয়েছে, চীনের প্রকৃত রূপ দেখতে পেয়েছে নেপাল,  আর ততই  ভারত ফিরে পেয়েছে পুরনো  বন্ধু নেপালকে। 

গতকাল বায়ু সেনার বিশেষ বিমানে মুকুন্দ নারাভানে পৌঁছে গিয়েছিলেন কাঠমান্ডুতে। প্রথম দিনেই তিনি গিয়েছিলেন কাঠমান্ডুর দরবার স্কোয়ারের কুমারী মাতার মন্দির এবং বসন্তপুর দরবার স্কোয়ার দেখতে। আজ সকালে নেপাল আর্মির তরফ থেকে তাঁকে গার্ড অফ অনার দেওয়া হয়। আজ এক অনুষ্ঠানের মাধ্যমে তিনি নেপালি সেনার জন্যে  প্রচুর পরিমাণে ঔষধপত্র তুলে দেবেন। তারপর নেপালি সেনার উদ্দেশ্যে ভাষণ দেবেন। মুকুন্দ নারাভানে তাঁর সফরে নেপালের প্রধানমন্ত্রী কে পি শর্মা ওলির সাথেও সাক্ষাৎ করবেন।

Loading...

Amazon

https://www.amazon.in/Redmi-8A-Dual-Blue-Storage/dp/B07WPVLKPW/ref=sr_1_1?crid=23HR3ULVWSF0N&dchild=1&keywords=mobile+under+10000&qid=1597050765&sprefix=mobile%2Caps%2C895&sr=8-1

Pages