অশুভ শক্তি গুপকার গ্যাংকে ডুবিয়ে ছাড়বে ভারতের সাধারণ মানুষ : অমিত শাহ - আজ খবর । দেখছি যা লিখছি তাই । ডিজিটাল মিডিয়ায় অন্যতম শক্তিশালী সংবাদ মাধ্যম

Sonar Tori


অশুভ শক্তি গুপকার গ্যাংকে ডুবিয়ে ছাড়বে ভারতের সাধারণ মানুষ : অমিত শাহ

Share This

অশুভ শক্তি গুপকার গ্যাংকে ডুবিয়ে ছাড়বে ভারতের সাধারণ মানুষ : অমিত শাহ


আজ খবর (বাংলা), নতুন দিল্লী, ভারত, ১৭/১১/২০২০ : গুপকার গ্যাং-এর বিরুদ্ধে আজ গর্জে উঠলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। কাশ্মীরের গুপকার গ্যাং বিদেশী শক্তির সমর্থন নিতে চাইছে বলে অভিযোগ করলেন তিনি।

আজ এক টুইটের মাধ্যমে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ পরিস্কার করে জানতে চাইলেন, "কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী এবং কংগ্রেস নেতা রাহুল গান্ধী কি গুপকার গ্যাং বা পিপলস এলায়েন্সকে সমর্থন করছেন ? যদি তা করেন তাহলে সেটা দেশের সাধারণ মানুষকে স্পষ্ট করে জানিয়ে দিন। গুপকার গ্যাং বিদেশী শক্তির সাহায্য নিয়ে বিশ্বের অন্যান্য দেশে ছড়িয়ে পড়তে চাইছে। জম্মু ও কাশ্মীরকে ফের অশান্ত করতে চাইছে, যা দেশের ত্রিবর্ণ রঞ্জিত জাতীয় পতাকাকেই অবমাননা করার সামিল। এভাবে দেশের সাধারণ মানুষকেই অসম্মান করা হচ্ছে। সোনিয়াজি ও রাহুলজী কি গুপকার গ্যাংকে সমর্থন করছেন ? তাহলে ওঁরা সেটা পরিস্কার করে দেশের মানুষকে বলে দিন।" 

আজ আর একটি টুইট অমিত সহ বলেন, "কংগ্রেস এবং গুপকার গ্যাং জম্মু ও কাশ্মীরকে ফের সন্ত্রাসের জমানায় ফিরিয়ে নিয়ে যেতে চাইছে। জম্মু ও কাশ্মীরে তারা ফের দলিত, আদিবাসী ও মহিলাদের অধিকার খর্ব করতে চাইছে। যে অধিকার ৩৭০ ধারা অবলুপ্তির মাধ্যমে তাঁরা ফিরে পেয়েছিলেন। এই জন্যেই এরা (কংগ্রেস) আজ সর্বত্র প্রত্যাখ্যাত হচ্ছে।"


অমিত শাহ আরও বলেন, "জম্মু ও কাশ্মীর ভারতের অবিচ্ছেদ্য অংশ ছিল, আছে এবং থাকবে। জাতীয় সংহতির বিরুদ্ধে এই ধরনের অশুভ শক্তিকে (গুপকার গ্যাং) ভারতবাসী কোনোদিন মেনে নেবে না।.  যদি এই গুপকার  গ্যাং নিজেদের অঞ্চলের মধ্যেই সাঁতার কাটে তো ভাল, না হলে দেশের মানুষই তাদের ডুবিয়ে ছাড়বে।"

জম্মু ও কাশ্মীরে ন্যাশনাল কনফারেন্স, পিডিপি, পিপলস কনফারেন্স, সিপিআইএম সহ ১০টি দল 'গুপকার' নামে জোট বেঁধেছে, যারা জম্মু ও কাশ্মীরে ৩৭০ ধারা ফিরিয়ে এনে লাদাখ সহ জম্মু ও কাশ্মীরকে বিশেষ রাজ্যের মর্যাদার জায়গায় আনতে চায়  অর্থাৎ ২০১৯ সালের ৫ই আগস্ট তারিখের আগের অবস্থানে  ফিরিয়ে নিয়ে যেতে চায়। এই একই কথা বলে আসছে পাকস্তানও। রীতিমত পাকিস্তানের সুরেই কথা বলে চলেছে এই গুপকার গ্যাং। তাদেরকে কি সক্রিয়ভাবে সমর্থন জানাচ্ছে কংগ্রেস ? সেটাই জানতে চান স্বরাষ্ট্রমন্ত্রী। 

আগামী ২৮শে নভেম্বর থেকে ১৯ শে ডিসেম্বর পর্যন্ত মোট ৮ দফায় কাশ্মীরের ডিস্ট্রিক্ট ডেভেলপমেন্ট কাউন্সিলের (DDC) নির্বাচন রয়েছে। সেই নির্বাচনে এই গুপকার গ্যাং 'পিপলস এলায়েন্স' নামে জোটবদ্ধ হয়ে লড়াই করতে নামতে চলেছে। এই পিপলস এলায়েন্সের সভাপতি হয়েছেন ফারুক আবদুল্লা এবং সহ সভাপতি হয়েছেন মেহেবুবা মুফতি। গুপকার গ্যাংএর তরফ থেকে এর আগে মেহেবুবা মুফতি বলেছিলেন, "জম্মু ও কাশ্মীরের নিজস্ব পতাকা যতদিন না ফেরত করা হচ্ছে, ততদিন ভারতের জাতীয় পতাকাকেও আমরা মান্যতা দিতে রাজি নই"। এবার DDC নির্বাচনে জিতে তাঁরা তাঁদের দাবী জোরালো করতে চান আর তার জন্যে বিদেশী শক্তির সমর্থন জোগাড় করতে চাইছেন। DDC নির্বাচনের ফল প্রকাশিত হবে ২২শে  ডিসেম্বর।


Loading...

Amazon

https://www.amazon.in/Redmi-8A-Dual-Blue-Storage/dp/B07WPVLKPW/ref=sr_1_1?crid=23HR3ULVWSF0N&dchild=1&keywords=mobile+under+10000&qid=1597050765&sprefix=mobile%2Caps%2C895&sr=8-1

Pages