পুরীর ওই শিল্পীর নাম শাশ্বত রঞ্জন সাহু। তিনি বানিয়ে ফেলেছেন সুন্দর একটি জগন্নাথদেবের বিগ্রহ, সেই বিগ্রহ বানাতে তাঁর লেগেছে মোট ৩,৬৩৫টি দেশলাই কাঠি। আর এই বিগ্রহ বানাতে তাঁর সময় লেগেছে ১১ দিন।. শুধুমাত্র দেশলাই কাঠি দিয়ে প্রভু জগন্নাথের বিগ্রহটি বানিয়ে তিনি তাঁর আরাধ্য দেবতা প্রভুর কাছে প্রার্থনা করে বলেছেন, "হে প্রভু আমাদের জীবন থেকে করোনার মত রোগকে দূর করে দাও। আমাদের সকলকে সুস্থ রাখো।"
করোনা সংক্রমণের জেরে পুরীতে গত মার্চ মাস থেকেই বন্ধ রয়েছে জগন্নাথদেবের মন্দিরের দরজা। বাইরের কোনো মানুষ দর্শন করতে পারছেন না জগন্নাথদেবকে। খুব সম্ভবত ডিসেম্বর মাসের শেষদিকে হয়ত সাধারণ মানুষের জন্যে খুলে দেওয়া হতে পারে জগন্নাথদেবের মন্দির। কিন্তু ততদিন যদি কেউ ইচ্ছে করেন, তাহলে পুরী গিয়ে সাহুর তৈরি এই জগন্নাথদেবের বিগ্রহটি দর্শন করতে পারেন। সাহুর তৈরি বেশ কিছুই শিল্পকলা পুরীর সমুদ্রসৈকতে প্রদর্শিত হচ্ছে।
গত শুক্রবার ২৬ বছর পর জগন্নাথদেব সহ বলভদ্রের নাগার্জুন বেশ (শেষবার করা হয়েছিল ১৯৯৪ সালে) আয়োজন করা হলেও সাধারণ মানুষ তা দেখতে পান নি। তবে এবার পুরী গেলে সাহুর দেশলাই কাঠি দিয়ে তৈরি প্রভু জগন্নাথদেবের মূর্তিটি অবশ্যই দেখতে পাবেন।