আজ খবর (বাংলা), নতুন দিল্লী, ভারত, ২৪/১১/২০২০ : জম্মু ও কাশ্মীরের নাগরোটায় ট্রাকে করে আসা যে চার জঙ্গীকে এনকাউন্টার করে মারা হয়েছিল, সেই ট্রাকে ড্রাইভার ও খালাসি রাতের অন্ধকারে গা ঢাকা দিয়ে পালিয়ে গিয়েছিল। তাদেরকে আজ ধরা হয়েছে রাজধানী দিল্লী থেকে।তারা দুজনেই ঘটনাস্থল থেকে অন্ধকারে গা ঢাকা দিয়ে পালিয়ে গিয়েছিল এবং তারা ঘটনাস্থল থেকে দিল্লীতে চলে এসেছিল।
আজ দিল্লী পুলিশ নাগরোটায় জঙ্গীদেরকে পৌঁছে দেওয়া ট্রাকের ড্রাইভার ও খালাসীকে আটক করেছিল দিল্লী থেকেই। এই দুজন জম্মু ও কাশ্মীরের সাম্বা সেক্টরে নিয়ে যাচ্ছিল জঙ্গিদেরকে। পথে বন টোল প্লাজায় নিরাপত্তা বাহিনী সেই ট্রাকটিকে আটকেছিল। জঙ্গিদেরকে আত্মসমর্পন করতে বলায় জঙ্গীরা গুলি চালিয়েছিল। এরপর প্রায় ৩ ঘণ্টা এনকাউন্টার চালিয়ে ৪ জঙ্গীকে খতম করেছিলেন নিরাপত্তা বাহিনীর জওয়ানরা। এই চার জঙ্গী পাকিস্তান থেকে সুড়ঙ্গপথে প্রবেশ করেছিল . ভারতে বড়সড় নাশকতা চালানোর জন্যে। ওই ট্রাক থেকেই প্রচুর পরিমাণে বন্দুক, ম্যাগাজিন এবং গ্রেনেড উদ্ধার করা হয়েছিল। তখন থেকেই ট্রাক ড্রাইভার ও খালাসির খোঁজে তল্লাশি চালানো হচ্ছিল।
ঘটনাস্থল থেকেই পালিয়ে গিয়েছিলে ট্রাক ড্রাইভার এবং খালাসি। দিল্লী পুলিশের কাছে খবর ছিল, এই দুজন জঙ্গিদেরকে সাহায্য করছিল। দুজনকেই দিল্লী থেকে আটক করে দিল্লী পুলিশ। এই দুজনকে জেরা করা হয়, কিন্তু তাদের থেকে কম্মো তথ্যই পাওয়া যায় নি। এই দুজন জঙ্গীদের সাথে যুক্ত নয় বুঝতে পেরে দুজনকেই ছেড়ে দেওয়া হয়েছে। তারা তাদের দিল্লীর বাড়িতে ফিরে গিয়েছে।