আজ খবর (বাংলা), নতুন দিল্লী, ভারত, ১৪/১১/২০২০ : দেশের সৈনিকদের অভিবাদন জানাতে এই দীপাবলিতে তাঁদের জন্য একটি প্রদীপ জ্বালাতে প্রধানমন্ত্রী আহ্বান করলেন।
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী বলেছেন, এই দীপাবলিতে আমাদের দেশকে যারা নির্ভীকভাবে রক্ষা করছেন, সেই সৈনিকদের অভিবাদন জানাতে আমরা একটি প্রদীপ জ্বালাব।
এক ট্যুইট বার্তায় প্রধানমন্ত্রী বলেছেন, “এই দীপাবলিতে আমাদের দেশকে যারা নির্ভীকভাবে রক্ষা করছেন, সেই সৈনিকদের জন্য আমরা একটি প্রদীপ জ্বালাব। আমাদের সৈনিকরা যে অদম্য সাহস দেখাচ্ছেন, তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ কয়েকটি শব্দের মাধ্যমে হয় না। সীমান্তে যে সব পরিবারগুলি থাকেন, তাঁদের প্রতিও আমরা কৃতজ্ঞতা জানাই।“
Loading...