ভারতের শক্তি অনেকটাই বাড়াবে পিনাক রকেট - আজ খবর । দেখছি যা লিখছি তাই । ডিজিটাল মিডিয়ায় অন্যতম শক্তিশালী সংবাদ মাধ্যম

Sonar Tori


ভারতের শক্তি অনেকটাই বাড়াবে পিনাক রকেট

Share This

ভারতের শক্তি অনেকটাই বাড়াবে পিনাক রকেট


আজ খবর (বাংলা), নতুন দিল্লী, ভারত, ০৫/১১/২০২০ :  ভারতের প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থা অত্যাধুনিক (ডিআরডিও) পিনাক রকেটের সংস্করণ সম্পন্ন করেছে। হয়ে গেল সফল উৎক্ষেপণও.

এই অত্যাধুনিক পিনাক রকেটটির আজ ওডিশার চাঁদিপুর উপকূলের ইন্টিগ্রেটেড টেস্ট রেঞ্জ থেকে সফলভাবে পরীক্ষা চালানো হয়। ডিআরডিও-র নির্মীত অত্যাধুনিক পিনাক রকেটটি আগের তুলনায় এখন দীর্ঘতর দূরত্বে নির্দিষ্ট  লক্ষ্য বস্তুতে আঘাত হানতে পারে। এই রকেটের দৈঘ্য আগের চেয়ে কম। পুণের ডিআরডিও পরীক্ষাগারে এই রকেটের নক্সা তৈরি করা হয়েছে।

আজ ৬টি রকেট সফলভাবে পরীক্ষা করা হয়। নাগপুরের মেসার্স ইকোনমিক এক্সপ্লোসিভ লিমিটেড পরীক্ষিত এই রকেটগুলি তৈরি করেছে।পিনাক এমকে রকেটের পরিবর্তে এই পিনাক রকেটের এই নতুন সংস্করণটি নিয়ে আসা হয়েছে। বর্তমানে এই নতুন ধরণের পিনাক রকেট উৎপাদনে কাজ শুরু হয়েছে। 

Loading...

Amazon

https://www.amazon.in/Redmi-8A-Dual-Blue-Storage/dp/B07WPVLKPW/ref=sr_1_1?crid=23HR3ULVWSF0N&dchild=1&keywords=mobile+under+10000&qid=1597050765&sprefix=mobile%2Caps%2C895&sr=8-1

Pages