আজ খবর (বাংলা), নতুন দিল্লী, ভারত, ০৫/১১/২০২০ : গঙ্গা নদীর পুনরুজ্জীবনের নিরন্তর প্রক্রিয়ায় সাধারণ মানুষের অংশগ্রহণ জরুরী, বললেন কেন্দ্রীয় জল শক্তি মন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াত।
গঙ্গা নদীর পুনরুজ্জীবনে এবং এর অবিরাম প্রবাহ ও দূষণমুক্ত রাখার হৃত গৌরব ফিরিয়ে আনার প্রধানমন্ত্রীর দেশবাসীর প্রতি আবেদনের স্মরণ করে কেন্দ্রীয় জল শক্তি মন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াত বলেছেন, "আজ সাধারণ মানুষের অংশগ্রহণে এই উদ্যোগ গণ-আন্দোলনে পরিণত হয়েছে।" তিনি আরও বলেন, "গঙ্গা নদীর পুনরুজ্জীবন এক চলমান প্রক্রিয়া, যার জন্য সাধারণ মানুষের উৎসাহ ও অংশগ্রহণের প্রয়োজন।" সাধারণ মানুষকে গঙ্গা নদী সম্পর্কে সচেতন করে তুলতে পারলেই এই উদ্দেশ্য পূরণ হবে বলেও শ্রী শেখাওয়াত অভিমত প্রকাশ করেন। তিনি জোর দিয়ে বলেন, গঙ্গা উৎসবের মতো কর্মসূচি সাধারণ মানুষের অংশগ্রহণ বাড়াতে অত্যন্ত গুরুত্বপূর্ণ। গঙ্গা নদীর পুনরুজ্জীবন কেবল সরকারের কর্তব্যই নয়, বরং এতে সাধারণ মানুষের সক্রিয় অংশগ্রহণেরও প্রয়োজনীয়তা রয়েছে। তাই, গঙ্গা নদীর পুনরুজ্জীবন কেবল আস্থা ও কর্তব্য পালনের মধ্যেই বাস্তবায়িত করা সম্ভব।