তথ্য ও যোগাযোগে প্রভূত উন্নয়নের জন্যে ব্রিটেনের সাথে চুক্তি করতে চলেছে ভারত - আজ খবর । দেখছি যা লিখছি তাই । ডিজিটাল মিডিয়ায় অন্যতম শক্তিশালী সংবাদ মাধ্যম

Sonar Tori


তথ্য ও যোগাযোগে প্রভূত উন্নয়নের জন্যে ব্রিটেনের সাথে চুক্তি করতে চলেছে ভারত

Share This

তথ্য ও  যোগাযোগে প্রভূত উন্নয়নের জন্যে  ব্রিটেনের সাথে চুক্তি করতে চলেছে ভারত


আজ খবর (বাংলা), নতুন দিল্লী, ভারত, ০৫/১১/২০২০ : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পৌরহিত্যে কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে টেলিযোগাযোগ/তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ক্ষেত্রে কেন্দ্রীয় যোগাযোগ মন্ত্রক ও ব্রিটেনের ডিজিটাল, সংস্কৃতি, সংবাদ মাধ্যম ও ক্রীড়া দপ্তরের মধ্যে সমঝোতাপত্র স্বাক্ষরকে অনুমোদন দিয়েছে। 

টেলিযোগাযোগ/তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতা ও পারস্পরিক বোঝাপড়া এই সমঝোতাপত্রের মাধ্যমে দৃঢ় হবে। ব্রেক্সিট পরবর্তী সময়ে এই সমঝোতাপত্রের ফলে ভারতের জন্য সহযোগিতা ও বিভিন্ন সম্ভাবনা তৈরি হল। মূলত, যে বিষয়গুলিতে কাজ করা হবে, সেগুলি হল –

ক) টেলিযোগাযোগ/তথ্য ও যোগাযোগ প্রযুক্তির নীতি ও নির্দেশিকা

খ) স্পেকট্রাম ব্যবস্থাপনা

গ) টেলিযোগাযোগ এবং মোবাইল রোমিং

ঘ) টেলিযোগাযোগ/ তথ্য ও যোগাযোগ প্রযুক্তির কারিগরি ক্ষেত্রে পরীক্ষা-নিরীক্ষা ও শংসাপত্র প্রদান

ঙ) ওয়্যারলেস যোগাযোগ ব্যবস্থা

চ) ফাইভজি ইন্টারনেট, ক্লাউড কম্প্যুটিং, বিগ ডেটা ইত্যাদি ক্ষেত্রে টেলিযোগাযোগ/তথ্য ও যোগাযোগ প্রযুক্তির কারিগরি উদ্ভাবন

ছ) টেলিযোগাযোগ ক্ষেত্রের পরিকাঠামোর নিরাপত্তা এবং টেলিপরিষেবার নিরাপত্তা

জ) উন্নত প্রযুক্তির ক্ষমতা নির্মাণ ও যেখানে সম্ভব, সেখানে বিশেষজ্ঞদের মধ্যে মতবিনিময়

ঝ) অত্যাধুনিক প্রযুক্তির গবেষণা ও উন্নয়নের জন্য তথ্যের আদান-প্রদান

ঞ) টেলিযোগাযোগ/ তথ্য ও যোগাযোগ প্রযুক্তির জন্য নতুন নতুন সম্ভাবনাকে আরও বিকশিত করা

ট) টেলিযোগাযোগ/ তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ব্যবসা-বাণিজ্য, বিনিয়োগ এবং প্রযুক্তি ক্ষেত্রে প্রতিনিধি পর্যায়ে সফর এবং পারস্পরিক সম্মতিতে প্রদর্শনীর ব্যবস্থা করা

ঠ) সমঝোতাপত্র অনুসারে, টেলিযোগাযোগ/ তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ক্ষেত্রে পারস্পরিক বোঝাপড়ার ওপর ভিত্তি করে অন্যান্য সহযোগিতা

Loading...

Amazon

https://www.amazon.in/Redmi-8A-Dual-Blue-Storage/dp/B07WPVLKPW/ref=sr_1_1?crid=23HR3ULVWSF0N&dchild=1&keywords=mobile+under+10000&qid=1597050765&sprefix=mobile%2Caps%2C895&sr=8-1

Pages