যোগী সরকারের নতুন আইন ভালবাসাকে আটকাচ্ছে না, বিয়ের নামে ধর্মান্তকরণ বন্ধ করছে : বিশ্ব হিন্দু পরিষদ - আজ খবর । দেখছি যা লিখছি তাই । ডিজিটাল মিডিয়ায় অন্যতম শক্তিশালী সংবাদ মাধ্যম

Sonar Tori


যোগী সরকারের নতুন আইন ভালবাসাকে আটকাচ্ছে না, বিয়ের নামে ধর্মান্তকরণ বন্ধ করছে : বিশ্ব হিন্দু পরিষদ

Share This

যোগী সরকারের নতুন আইন ভালবাসাকে আটকাচ্ছে না, বিয়ের নামে ধর্মান্তকরণ বন্ধ করছে : বিশ্ব হিন্দু পরিষদ
আলোক কুমার , বিশ্ব হিন্দু পরিষদ 


আজ খবর (বাংলা),  নতুন দিল্লী, ভারত, ২৫/১১/২০২০ : বিয়ে করার নামে জোর করে ধর্মান্তকরনের বিরুদ্ধে উত্তরপ্রদেশের যোগী সরকার যে আইন আনতে চলেছে, তাকে স্বাগত জানাল বিশ্ব হিন্দু পরিষদ।

বিশ্ব হিন্দু পরিষদের আন্তর্জাতিক কার্যকরী সভাপতি অলোক  কুমার আজ 'এএনআই'-এর সাংবাদিককে বলেন, "এই আইন দুটি মনের ভালবাসা ও বিশ্বাসের বিরুদ্ধে নয়, এই আইন সেইসব কম বয়সী মহিলা ও নাবালিকাদের সুরক্ষিত রাখার জন্যে যারা প্রেমের ফাঁদে পা দিয়ে বিয়ে করে নিজেদের ধর্ম পরিবর্তন করতে বাধ্য হয় এবং নকল ধর্মাবলম্বী হয়ে থাকতে হয়। আইনের ক্ষেত্রে লাভ জেহাদ শব্দযুগল ব্যবহৃত হয় নি , তবে এটা এক ধরনের আগ্রাসন।"

অলোক কুমার আরও বলেন, "উত্তরপ্রদেশ সরকার নিজেদের মধ্যে বিশ্বাস ও ভালবাসা রেখে বিবাহ করা বন্ধ করছে না। এই আইন ভালবাসাকে আটকাচ্ছে না, এই আইন শুধু দেখতে চাইছে ভালবাসার ফলে কেউ ধর্মান্তরিত হতে বাধ্য হচ্ছে কিনা। এই আইনকে সকলেরই সমর্থন করা উচিত। ধর্মান্তরকরনের বিরুদ্ধে প্রথম যে দুই রাজ্য আইন এনেছিল, সেই দুই রাজ্য বিজেপি শাসিত নয়। এই দুই রাজ্য হল মধ্য প্রদেশ ও ওড়িশা।" 

সৌজন্যে : ANI

Loading...

Amazon

https://www.amazon.in/Redmi-8A-Dual-Blue-Storage/dp/B07WPVLKPW/ref=sr_1_1?crid=23HR3ULVWSF0N&dchild=1&keywords=mobile+under+10000&qid=1597050765&sprefix=mobile%2Caps%2C895&sr=8-1

Pages