আগে যাঁরা 1টা বিড়ি বারে বারে খেতেন, এখন তাঁরাই বড় সিগারেট খান, এটাই এই রাজ্যের পরিবর্তন : দিলীপ ঘোষ - আজ খবর । দেখছি যা লিখছি তাই । ডিজিটাল মিডিয়ায় অন্যতম শক্তিশালী সংবাদ মাধ্যম

Sonar Tori


আগে যাঁরা 1টা বিড়ি বারে বারে খেতেন, এখন তাঁরাই বড় সিগারেট খান, এটাই এই রাজ্যের পরিবর্তন : দিলীপ ঘোষ

Share This

আগে যাঁরা 1টা বিড়ি বারে বারে খেতেন, এখন তাঁরাই বড় সিগারেট খান, এটাই এই রাজ্যের পরিবর্তন : দিলীপ ঘোষ


আজ খবর (বাংলা), ময়নাগুড়ি, পশ্চিমবঙ্গ, ১০/১১/২০২০ : আজ উত্তরবঙ্গ সফরে গিয়ে ময়নাগুড়ির চুরাভাণ্ডারে রাজনৈতিক জনসভা করলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।

জনসভায় পৌঁছে আগাগোড়া রাজ্য সরকারের বিরুদ্ধে সুর চড়ালেন  দিলীপ ঘোষ। তিনি আজ প্রশ্ন তুললেন, "এই রাজ্যে রাজনীতি করতে  মারপিট হবে কেন ? কেন হিংসা হবে ? এই ব্যাপারটা বন্ধ হওয়া উচিত।" রাজ্যে বিজেপি কর্মীরা আক্রান্ত  হচ্ছেন, সেই প্রসঙ্গ তুলে দিলীপ ঘোষ বলেন, "পশ্চিমবঙ্গে মুখ্যমন্ত্রী একজন মহিলা হলেও রাজ্যের কোথাও মহিলাদের সুরক্ষা নেই। রাজ্যের প্রায় সর্বত্র বিজেপি কর্মীরা বাড়িছাড়া হয়ে রয়েছেন। তাঁদের বিরুদ্ধে পুলিশ মিথ্যা মামলা দিচ্ছে। বিজেপি কর্মীদেরকে খুন করে দেওয়া হচ্ছে। এই রাজ্যে প্রশাসন বলে কিছু নেই। তবু বিজেপি ভয় পায় না. রাজনৈতিক লড়াইয়ের  একটুও জমি ছেড়ে দেওয়া হবে না।"

দিলীপবাবু আজ অভিযোগ করেন, "দিদিমনি এখানে টাকা খরচ করেন না। কেন্দ্র টাকা দেয়, দু' টাকা পেলে সেই টাকাও নিজের পকেটে রেখে দেন। দিদিমনি বলেছেন সারাজীবন রেশন দেব, যেই এ কথা বললেন তারপরেই ক্যাটাগরি ভাগ হয়ে গেল। এই রাজ্যে অন্যায় হলে সিবিআই তদন্ত চাইলেও তা পাওয়া যায় না। এখানকার গ্রাম প্রধান, পঞ্চায়েত প্রধান কাউন্সিলরদের বাড়ির কাঠামো বদলে যায়। আগে যাঁরা একটা বিড়ি বারে  বারে খেতেন, এখন তাঁরাই বড় বড় সিগারেট খাচ্ছেন। এটাই এই রাজ্যের পরিবর্তন।"

Loading...

Amazon

https://www.amazon.in/Redmi-8A-Dual-Blue-Storage/dp/B07WPVLKPW/ref=sr_1_1?crid=23HR3ULVWSF0N&dchild=1&keywords=mobile+under+10000&qid=1597050765&sprefix=mobile%2Caps%2C895&sr=8-1

Pages