আজ খবর (বাংলা), কলকাতা, পশ্চিমবঙ্গ, ১৭/১০/২০২০ : নিজেদের নতুন লোগো প্রকাশ করে আজ ইস্টবেঙ্গল ক্লাব জানিয়ে দিল এবার তারা আইএসএল টুর্নামেন্টে অংশ নেবে এসসি-ইস্টবেঙ্গল ক্লাব হিসেবে।
কিছুদিন আগেই শ্রী সিমেন্ট কোম্পাণীর সাথে গাঁটছড়া বেঁধেছে ইস্টবেঙ্গল ফুটবল ক্লাব। আর তাই এবছর ইন্ডিয়ান সুপার লীগে কলকাতার জনপ্রিয় এই দলের নাম হল 'এসসি-ইস্টবেঙ্গল' ক্লাব। এই উপলক্ষে ইস্টবেঙ্গল ক্লাব তাদের নতুন লোগো প্রকাশ করেছে জনসমক্ষে। এই নতুন লোগো দেওয়া জার্সি পড়েই এবছর আইএসএল টুর্নামেন্ট খেলতে মাঠে নামছে ইস্টবেঙ্গল। স্বভাবতই উচ্ছসিত ইস্টবেঙ্গলের সমর্থকেরা।
দলের নতুন জার্সিতেও লাল হলুদের মাঝেই জ্বলজ্বল করছে ইস্টবেঙ্গলের ঐতিহ্যবাহি মশাল। লোগোর ওপরের দিকে ইংরেজিতে লেখা থাকছে SC, আর নিচের দিকে থাকছে ক্লাবের নাম ইস্টবেঙ্গল। সুতরাং আইএসএল টুর্নামেন্টে লাল হলুদের অফিসিয়াল নাম হল SC-EAST BENGAL. সমর্থকদের খুশী হওয়ার অবশ্য আরও একটা কারন আছে, সেটা হল দিন কয়েক আগেই এসসি-ইস্টবেঙ্গলকে প্রশিক্ষণ দিতে ক্লাবে কোচ হিসেবে যোগ দিয়েছেন লিভারপুল তথা ইংল্যান্ডের প্রখ্যাত ফুটবলার রাব্বি ফাউলার। যেভাবে এসসি-ইস্টবেঙ্গল এই বছর আইএসএল টুর্নামেন্টে জন্যে প্রস্তুতি নিচ্ছে, তাতে দর্শকসন থেকে লাল হলুদ শিবিরের গর্বে গর্জে ওঠার অনেক কারন রয়েছে।