![]() |
দিল্লীর চিত্তরঞ্জন পার্কের দুর্গাপুজো, গত বছরের ছবি |
আজ খবর (বাংলা), নতুন দিল্লী, ভারত, ২৩/১০/২০২০ : দিল্লীর বাঙালি পাড়া বলে খ্যাত চিত্তরঞ্জন পার্কে এবার কোনো দুর্গাপূজার মণ্ডপ তৈরি করার অনুমতি দেয়নি আপ সরকার।
দিল্লীর মানুষ করোনা ভাইরাসের দাপট দেখেছে খুব কাছ থেকে। দীর্ঘদিন ধরে দেশের মধ্যে করোনা সংক্রমণের নিরিখে তৃতীয় স্থানে ছিল রাজধানী দিল্লী। তাই আর নতুন করে কোনো ঝুঁকি নিতে চায় নি আপ সরকার। এ বছর তাই আর দিল্লীর চিত্তরঞ্জনপার্কে দুর্গাপূজা করার অনুমতি দেওয়া হয় নি। এবারের চিত্তরঞ্জন পার্কের পরিবেশ তাই একেবারেই অন্যরকম।
আপ বিধায়ক সৌরভ ভরদ্বাজ জানিয়েছেন, "করোনা আবহে এ বছর আর চিত্তরঞ্জন পার্কে দুর্গা অনুমতি দেওয়া যায় নি, তবে কালী মন্দিরে দুর্গা পূজা হবে। সেখানে একসাথে ৫০ জন মানুষ পূজা দেখতে পারবেন, তার অনুমতি দেওয়া হয়েছে। যাতে দিল্লীতে নতুন করে আর করোনা ভাইরাসের সংক্ৰমন ছড়িয়ে পড়তে না পারে, তার জন্যেই এই বছর এরকম ব্যবস্থা করা হয়েছে।"
চিত্তরঞ্জন পার্ক, গ্রেটার কৈলাশ (১ ও ২) এবং অলকানন্দা এলাকার ১২ টি পূজা কমিটিকে নিয়ে আপ সরকার এবং স্থানীয় পুলিশ প্রশাসন বৈঠক করেছেন। এ বছর পূজা কমিটিগুলি অবশ্য অনলাইনে পূজা দেখানোর ব্যবস্থা ছাড়াও অনলাইনে প্রসাদ বিতরণ, ঢাকি, পুরোহিত ও রাঁধুনিদের করোনা টেস্ট করার আয়োজন করেছে। তবে শেষমেশ অনলাইনে প্রসাদ বিতরণ সম্ভবত করা নাও হতে পারে বলে জানা যাচ্ছে।