হস্তশিল্পের কারুকার্য নিয়ে খাদির অসাধারন চপ্পল বাজারে আসছে - আজ খবর । দেখছি যা লিখছি তাই । ডিজিটাল মিডিয়ায় অন্যতম শক্তিশালী সংবাদ মাধ্যম

Sonar Tori


হস্তশিল্পের কারুকার্য নিয়ে খাদির অসাধারন চপ্পল বাজারে আসছে

Share This



হস্তশিল্পের কারুকার্য নিয়ে খাদির অসাধারন চপ্পল  বাজারে আসছে


আজ খবর (বাংলা), নতুন দিল্লী, ভারত, ২২/১০/২০২০ : খাদি এক অনন্য চপ্পল তৈরি করেছে। এই চপ্পলে খাদির হস্তশিল্প ফ্যাব্রিকের সূক্ষ কাজ রয়েছে। কেন্দ্রীয় অতিক্ষুদ্র, ক্ষুদ্র মাঝারি শিল্পোদ্যোগ মন্ত্রী শ্রী নীতিন গড়করি আজ ভিডিও কনফারেন্সের মাধ্যমে খাদি ও গ্রামোদ্যোগ শিল্প কমিশনের মাধ্যমে তৈরি করা এই ফ্যাব্রিক ফুটওয়্যার বা চপ্পলের সূচনা করেছেন। কেভিআইসি-র ই-পোর্টাল http://www.khadiindia.gov.in./ এর মাধ্যমে খাদির চপ্পলগুলি অনলাইনে বিক্রি করা হবে। এদিন তারও সূচনা করেন তিনি। 

শ্রী গড়করি বলেন, এই ধরণের অনন্য পণ্যগুলি আন্তর্জাতিক বাজার দখল করতে পারে। তিনি বলেন, খাদির ফ্যাব্রিক চপ্পল তৈরির ফলে অতিরিক্ত কর্মসংস্থান এবং কারিগরদের আয় বৃদ্ধি করবে। পাটোলা সিল্ক, বেনারসী সিল্ক, কটন, ডেনিমের মতো সূক্ষ ফেব্রিকের কাজ রয়েছে এই চপ্পলগুলিতে। তরুণ-তরুণীরা অনলাইনের মাধ্যমে এই আকর্ষণীয় চপ্পলগুলি কিনতে পারবেন। 

বিদেশের বাজারে এই চপ্পল বিক্রির বিপুল সম্ভাবনা রয়েছে বলেও মন্ত্রী জানান। এর মাধ্যমে খাদি ৫ হাজার কোটি টাকা মূল্যের বাজার দখল করতে সক্ষম হবে বলেও আশা প্রকাশ করেন  মন্ত্রী । এদিন অনুষ্ঠানে মন্ত্রকের প্রতিমন্ত্রী শ্রী প্রদীপ চন্দ্র সারেঙ্গী, কেভিআইসি-র চেয়ারম্যান শ্রী বিনয় কুমার সাকসেনা উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রী ‘লোকাল টু গ্লোবাল’ বা স্থানীয় পণ্যকে বিশ্বের দরবারে পৌঁছে দেওয়ার যে লক্ষ্যমাত্রা নিয়েছেন তারই অঙ্গ হিসেবে খাদি  এই ফ্যাব্রিক চপ্পল তৈরি উদ্যোগ নিয়েছে।
 
Loading...

Amazon

https://www.amazon.in/Redmi-8A-Dual-Blue-Storage/dp/B07WPVLKPW/ref=sr_1_1?crid=23HR3ULVWSF0N&dchild=1&keywords=mobile+under+10000&qid=1597050765&sprefix=mobile%2Caps%2C895&sr=8-1

Pages