চীনে উইঘুর মুসলিমদের জোর করে গর্ভপাত করিয়ে দেওয়া হচ্ছে - আজ খবর । দেখছি যা লিখছি তাই । ডিজিটাল মিডিয়ায় অন্যতম শক্তিশালী সংবাদ মাধ্যম

Sonar Tori


চীনে উইঘুর মুসলিমদের জোর করে গর্ভপাত করিয়ে দেওয়া হচ্ছে

Share This

চীনে উইঘুর মুসলিমদের জোর করে গর্ভপাত করিয়ে দেওয়া হচ্ছে


আজ খবর (বাংলা), ঝিনজিয়াং, চীন, ২০/১০/২০২০ : চীনের ঝিনঝিয়াং প্রদেশের উইঘুর মুসলিমদের ওপর কমিউনিস্ট চীনাদের অত্যাচার  মাত্রা ছাড়িয়ে গিয়েছে। এবার জন্ম নিয়ন্ত্রণের বাধ্যতামূলক প্রক্রিয়ায় উইঘুর মুসলিমদের অস্তিত্ব  মুছে দিতে উঠে পরে লেগেছে চীন, এমনটাই ভয়ানক অভিযোগ উঠেছে।

পিটার ফ্র্যাঙ্কলিন নামে এক যুগ্ম সম্পাদক, পলিসি বিশেষজ্ঞ ও সমাজতত্বের বক্তা অভিযোগ করেছেন, "চীনে উইঘুর মুসলিমদের জোর করে গর্ভপাত এবং স্টেরিলাইজেশান করে দেওয়া হচ্ছে। যাতে চীনে আর কোনো উইঘুর মুসলিমদের নতুন প্রজন্ম না আসে, সেই ব্যবস্থা নেওয়া হচ্ছে। " এর আগে কয়েকবার অভিযোগ উঠেছিল, চীনারা ঝিনঝিয়াং  প্রদেশে উইঘুর মুসলিমদের ওপর অকথ্য অত্যাচার চালাচ্ছে। সেখানে যাতে নতুন প্রজন্ম না আসে তার জন্যে উইঘুর পুরুষ ও মহিলাদের পৃথকভাবে থাকার ব্যবস্থা করা হয়েছে। 

চীন তাদের দেশের বৃদ্ধদেরকেও বাঁচিয়ে রাখতে চায় না বলে এর আগে অনেকবার অভিযোগ উঠেছিল। তিব্বতেও চীন একইরকম পারিকল্পনা নিয়েছিল। যাতে তিব্বতে আর নতুন প্রজন্ম জন্মগ্রহন করতে না পারে। এভাবেই চীন তাদের  আশেপাশে থাকা দেশগুলিকে  দখল নিয়ে নিচ্ছে এবং  অত্যাচার চালাচ্ছে বলে বার বার অভিযোগ উঠছে। এই মুহূর্তে চীনে উইঘুর মুসলিমদের ওপর চীনা অত্যাচার মানবিকতার সব রকম মাত্রা লংঘন করেছে বলে জানা যাচ্ছে। 

Loading...

Amazon

https://www.amazon.in/Redmi-8A-Dual-Blue-Storage/dp/B07WPVLKPW/ref=sr_1_1?crid=23HR3ULVWSF0N&dchild=1&keywords=mobile+under+10000&qid=1597050765&sprefix=mobile%2Caps%2C895&sr=8-1

Pages