পুলিশের গাড়ি লক্ষ্য করে গ্রেনেড ছুঁড়ল কাশ্মীরের জঙ্গীরা - আজ খবর । দেখছি যা লিখছি তাই । ডিজিটাল মিডিয়ায় অন্যতম শক্তিশালী সংবাদ মাধ্যম

Sonar Tori


পুলিশের গাড়ি লক্ষ্য করে গ্রেনেড ছুঁড়ল কাশ্মীরের জঙ্গীরা

Share This

পুলিশের গাড়ি লক্ষ্য করে  গ্রেনেড ছুঁড়ল কাশ্মীরের জঙ্গীরা


আজ খবর (বাংলা), পুঞ্চ, জম্মু ও কাশ্মীর, ২৩/১০/২০২০ : নাশকতা চালাতে এবার পুলিশের গাড়ি লক্ষ্য করে  গ্রেনেড ছুঁড়ল কাশ্মীরের জঙ্গীরা। তবে সৌভাগ্যবশতঃ সেই গ্রেনেড ফাটে নি, যার ফলে দুর্ঘটনা এড়ানো গিয়েছে।

জম্মু ও কাশ্মীরের বিভিন্ন জায়গায় জঙ্গীদের খোঁজে তল্লাশি চালাচ্ছে নিরাপত্তা বাহিনী। তবে যারা নতুন করে জঙ্গী দলে নাম লেখাচ্ছে, তাদের পরিবারের সহযোগিতায় আত্মসমর্পনের সুযোগ করে দেওয়া হচ্ছে। দিন তিনেক আগেই জাহাঙ্গীর নামে এক তরুণকে তার বাবার উপস্থিতিতেই আত্মসমর্পনের সুযোগ দিয়েছিল নিরাপত্তাবাহিনী। আত্মসমর্পনের পর তাকে জল খেতে দিয়েছিলেন  নিরাপত্তা বাহিনীর জওয়ানরা। 

গতপরশুও একইভাবে সোপোরে  দুই তরুণ জঙ্গীকে অআত্মসমর্পনের সুযোগ দেওয়া হয়েছিল। তারা কিছুদিন আগেই হাতে গ্রেনেড নিয়ে প্রকাশ্যে ছবি তুলে জঙ্গী দলে নাম লিখিয়েছিল। গত পরশু এদেরকে ঘিরে ধরেছিল নিরাপত্তা বাহিনী। ঘটনাস্থলে সেই দুই জঙ্গীদের পরিবারকে আগে থেকেই হাজির করে রাখা হয়েছিল। শেষমেশ পরিবার এবং নিরাপত্তা বাহিনীর আশ্বাসের পর তারা আত্মসমর্পন করেছিল।

কাশ্মীরি তরুণদেরকে একপ্রকার মগজধোলাই করেই জঙ্গী শিবিরে নিয়ে যাচ্ছে পাক মদতপুষ্ট জঙ্গীরা। তারপর নিজেদের গোপন আস্তানায় ট্রেনিং দিয়ে নাশকতামূলক কাজ করাচ্ছে। নিরাপত্তা বাহিনী এই পথভোলা তরুণদেরকেই আত্মসমর্পনের সুযোগ করে দিচ্ছে। নিরাপত্তা বাহিনী চাইছে, তারা সমাজের মূল স্রোতে ফিরে আসুক।

আজ  সম্ভবত এইরকমই কোনো নতুন জঙ্গী দলে নাম দেওয়া তরুণরা পুলিশের গাড়িতে গ্রেনেড ছুঁড়ে মেরেছিল। কিন্তু গ্রেনেডটি না ফাটায় তেমন কোনো দুর্ঘটনা ঘটে নি। গ্রেনেড ছোঁড়ার ঘটনাটি আজ ঘটেছে পুঞ্চ সেক্টারের কলাই  ব্রীজ এলাকায়। গোটা এলাকাতেই জঙ্গীদের খোঁজে নিরাপত্তা আঁটোসাঁটো করা হয়েছে এবং তল্লাশি চালানো হচ্ছে। 

Loading...

Amazon

https://www.amazon.in/Redmi-8A-Dual-Blue-Storage/dp/B07WPVLKPW/ref=sr_1_1?crid=23HR3ULVWSF0N&dchild=1&keywords=mobile+under+10000&qid=1597050765&sprefix=mobile%2Caps%2C895&sr=8-1

Pages