প্রয়াত রামবিলাস পাসোয়ানকে শেষ শ্রদ্ধা জানালেন রাষ্ট্রপতি কোভিন্দ , প্রধানমন্ত্রী মোদী ও জে পি নাড্ডা - আজ খবর । দেখছি যা লিখছি তাই । ডিজিটাল মিডিয়ায় অন্যতম শক্তিশালী সংবাদ মাধ্যম

Sonar Tori


প্রয়াত রামবিলাস পাসোয়ানকে শেষ শ্রদ্ধা জানালেন রাষ্ট্রপতি কোভিন্দ , প্রধানমন্ত্রী মোদী ও জে পি নাড্ডা

Share This

প্রয়াত রামবিলাস পাসোয়ানকে শেষ শ্রদ্ধা জানালেন রাষ্ট্রপতি কোভিন্দ , প্রধানমন্ত্রী মোদী ও জে  পি নাড্ডা


আজ খবর (বাংলা), নতুন দিল্লী , ভারত, ০৯/১০/২০২০ :  প্রয়াত হয়েছেন লোক জনশক্তি পার্টির প্রতিষ্ঠাতা রাম বিলাস পাসোয়ান। আজ দিল্লীতে তাঁর বাসভৱনে রামবিলাস পাসোয়ানের মরদেহ নিয়ে আসা হলে তাঁকে শেষ শ্ৰদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং বিজেপির  সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা। 

গতকাল দিল্লীর এইমসে চিকিৎসাধীন থাকা অবস্থায় শেষ নিঃশ্বাস  ত্যাগ করেছেন এলজেপি নেতা রাম বিলাস পাসোয়ান। আজ সকালেই কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী ডক্টর হর্ষবর্ধনের উপস্থিতিতিতে পুত্র চিরাগ পাসোয়ানের হাতে পিতা রামবিলাস পাসোয়ানের নিথর দেহ তুলে দেওয়া হয়। আজ রামবিলাস পাসোয়ানকে শেষ শ্রদ্ধা জানিয়েছেন, রাষ্ট্রপতি রামনাথ কোভিন্দ সহ রবিশংকর প্রসাদ ও দিগ্বিজয় সিংহের মত নেতারাও।

রেল, খনি, শ্রমকল্যাণ ও তথ্যমন্ত্রক সহ রামবিলাস পাসোয়ান দেশের বেশ কিছু গুরুত্ত্বপূর্ন দপ্তরের মন্ত্রীত্ব সামলেছেন। কিছুদিন আগেই তাঁর হৃদযন্ত্রে অস্ত্রপচার করা হয়েছিল। অবশেষে গতকাল দিল্লীর এইমস হাসপাতালে ৭৪ বছর বয়সে তাঁর মৃত্যু হয়। আজই তাঁর নশ্বর দেহের শেষকৃত্য সম্পন্ন করা হবে যথাযোগ্য সন্মান প্রদর্শন করে। আজ শুক্রবার দেশের সব সরকারি ভবনে জাতীয় পতাকা অর্দ্ধ উত্তোলিত থাকবে। 


Loading...

Amazon

https://www.amazon.in/Redmi-8A-Dual-Blue-Storage/dp/B07WPVLKPW/ref=sr_1_1?crid=23HR3ULVWSF0N&dchild=1&keywords=mobile+under+10000&qid=1597050765&sprefix=mobile%2Caps%2C895&sr=8-1

Pages