পায়েল ঘোষের অভিযোগে থানায় হাজিরা ফিল্ম নির্মাতা অনুরাগ কাশ্যপের - আজ খবর । দেখছি যা লিখছি তাই । ডিজিটাল মিডিয়ায় অন্যতম শক্তিশালী সংবাদ মাধ্যম

Sonar Tori


পায়েল ঘোষের অভিযোগে থানায় হাজিরা ফিল্ম নির্মাতা অনুরাগ কাশ্যপের

Share This

পায়েল ঘোষের অভিযোগে থানায় হাজিরা ফিল্ম নির্মাতা অনুরাগ কাশ্যপের


আজ খবর  (বাংলা), মুম্বই, মহারাষ্ট্র, ০১/১০/২০২০ : অভিনেত্রী পায়েল ঘোষ তাঁর বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ করায় আজ ফিল্ম  নির্মাতা অনুরাগ কাশ্যপকে হাজির হতে হল পুলিশের সামনে।

কিছুদিন আগেই অভিনেত্রী পায়েল ঘোষ থানায় অভিযোগ জানিয়েছিলেন, ফিল্মনির্মাতা অনুরাগ কাশ্যপ তাঁর শ্লীলতাহানি  করেছিলেন। সেই অভিযোগ পেয়ে মুম্বই পুলিশ গতকাল ফিল্ম নির্মাতা অনুরাগ কাশ্যপকে সমন পাঠিয়েছিল। আজ অনুরাগ থানায় গিয়ে পুলিশের মুখোমুখি হয়েছেন। ভারসোভা থানার পুলিশ তাঁকে জিজ্ঞাসাবাদ করছে। 

মুম্বই পুলিশের একটি দল ইতিমধ্যেই আন্ধেরির একটি হাসপাতালে নিয়ে গিয়ে পায়েলের মেডিকেল টেস্ট করিয়েছে। অভিনেত্রী পায়েল ঘোষ গত মাসের ২০ তারিখে অনুরাগের বিরুদ্ধে ভারসোভা থানায় একটি এফআইআর দায়ের করেছিলেন। পায়েলের কথায়, "বছর পাঁচেক আগে একটি ছবিতে কাজ করার ব্যাপারে অনুরাগ আমাকে তাঁর বাড়িতে ডেকেছিলেন। তাঁর বাড়িতে যেতেই অনুরাগ আমাকে অন্য একটি ঘরে নিয়ে গিয়ে আমার ওপর জোর খাটাতে চেষ্টা করেছিল, আমার  শ্লীলতাহানি করেছিল।" 

পায়েল বলেছেন, "আমি পুলিশকে অনুরোধ করেছি, অনুরাগের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করার জন্যে। আমি জানি আমি আমার কেরিয়ারের ক্ষতি করছি। আমি অভিযোগ দায়ের করে যথেষ্ট ঝুঁকি নিয়েও ফেলেছি, কিন্তু আমি চাই দুনিয়া দেখুক একজন স্রষ্টার মনের মধ্যে কি কুৎসিত মানুষ রয়েছে।"

অনুরাগ কাশ্যপ অবশ্য তাঁর বিরুদ্ধে ওঠা এই অভিযোগ একেবারেই খারিজ করে দিয়েছেন। তিনি বলেছেন  "একেবারেই ভিত্তিহীন অভিযোগ। এই ধরনের কুৎসিত আচরণ আমি নিজেও বিশ্বাস করি না,  কোনোভাবেই এইরকম আচরণ সমর্থন করার কথা ভাবতেও পারি না।"  

Loading...

Amazon

https://www.amazon.in/Redmi-8A-Dual-Blue-Storage/dp/B07WPVLKPW/ref=sr_1_1?crid=23HR3ULVWSF0N&dchild=1&keywords=mobile+under+10000&qid=1597050765&sprefix=mobile%2Caps%2C895&sr=8-1

Pages