আজ খবর (বাংলা), টরেন্টো , কানাডা, ০২/১০/২০২০ : আজ চীন প্রজাতন্ত্রের ৭১ তম জাতীয় দিবসে কানাডার টরেন্টোয় চীনা দূতাবাসের সামনে বিশালাকার জামায়েত করে চীনের বিরুদ্ধে লাগাতার স্লোগানিং করে বিক্ষোভ দেখালেন অসংখ্য মানুষ।
আজ পিপলস রিপাবলিক অফ চীনের ৭১তম জাতীয় দিবস। কিন্তু চীনের আগ্রাসনের জন্যে তিতিবিরক্ত হংকং, তিব্বত, ভিয়েতনাম, তাইওয়ান এবং অন্যান্য গোষ্ঠীর বেশ কিছু মানুষকে টরেন্টোর চীনা দূতাবাসের সামনে আজ ব্যাপক বিক্ষোভে সামিল হতে দেখা গেলআন্তর্জাতিক এই বিক্ষোভে বেশ কিছু ভারতীয়কেও অংশ নিতে দেখা গিয়েছে।
টরেন্টোয় চীনা দূতাবাসের সামনে ক্রমাগত বিক্ষুব্ধরা স্লোগান দিয়েছে চীনের বিরুদ্ধে। তাঁরা বলছিলেন, "ফ্রি হংকং", "ফ্রি ভিয়েতনাম" এবং "ফ্রি তিব্বত"। বিক্ষুব্ধরা আজি জানিয়েছেন যাতে আন্তর্জাতিক সংস্থাগুলি চীনের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করে। চীনের ভয়ঙ্কর আগ্রাসন নীতির অবসান হোক। ছোট ছোট দেশগুলো যেন চীনের আগ্রাসন থেকে মুক্তি পায়।
জুন মাসের শেষের দিকে টরেন্টোতে বেশ কিছু তিব্বতি চীনের আগ্রাসনের প্রতিবাদ জানিয়ে চীনা দূতাবাসের সামনে বিক্ষোভ দেখিয়েছিলেন। তাঁরা চীনের থেকে স্বাধীনতা দাবী জানিয়েছিলেন। সেই সময় চীন যেভাবে লাদাখে ভারতের সাথে সংঘাতের পরিবেশ তৈরি করেছে, তার জন্যেও তাঁরা প্রতিবাদে সোচ্চার হয়েছিলেন। সেই প্রতিবাদের পর থেকে এই ধরনের বিক্ষোভ ভ্যাঙ্কুভার এবং মন্ট্রিলেও দেখানো হয়েছিল, আর আজ ফের দেখানো হল টরেন্টোতে।