রেল যাত্রায় কঠোরভাবে মেনে চলতে হবে রেলের দেওয়া নির্দেশিকা - আজ খবর । দেখছি যা লিখছি তাই । ডিজিটাল মিডিয়ায় অন্যতম শক্তিশালী সংবাদ মাধ্যম

Sonar Tori


রেল যাত্রায় কঠোরভাবে মেনে চলতে হবে রেলের দেওয়া নির্দেশিকা

Share This

রেল যাত্রায় কঠোরভাবে মেনে চলতে হবে রেলের দেওয়া নির্দেশিকা


আজ খবর (বাংলা), নতুন দিল্লী, ভারত, ১৫/১০/২০২০ :   দেশে  করোনা  মহামারীর  মোকাবিলায়  লক  ডাউনের জেরে দীর্ঘদিন ধরে রেল পরিবহন বন্ধ থাকলেও, এবার ধীরে ধীরে খুলে দেওয়া হচ্ছে ভারতীয় রেলকে। শুরু হতে চলেছে পর্যটনও। উৎসবের মরসুমে রেল পরিবহন ও পরিষেবা নিয়ে রেল কর্তৃপক্ষ বেশ কিছু শর্ত, বিধি, নিষেধ এবং নির্দেশিকা প্রকাশ করেছে, যা যাত্রী সাধারনকে কঠোরভাবে মেনে চলতে হবে 

উৎসবের মরসুমে রেলওয়ে সুরক্ষা বাহিনী যাত্রীদের জন্য নির্দেশিকা জারি করেছে। রেল স্টেশন, ট্রেন অথবা অন্যান্য রেল সংলগ্ন অঞ্চলে যাতায়াতকালীন সাধারণ যাত্রীদের নির্দেশিকা মেনে চলতে হবে।
 
    ১) সঠিকভাবে মাস্ক অথবা মাস্ক পড়া না থাকলে যাত্রীরা রেল স্টেশন চত্বরে প্রবেশ করতে পারবেন না।
 
    ২) সামাজিক দূরত্ব মেনে চলতে হবে। 
 
    ৩) কোভিড পজেটিভ ধরা পরলে স্টেশন বা ট্রেন অথবা রেল স্টেশন চত্বরে প্রবেশ করা যাবেনা।
 
    ৪) রেল স্টেশন চত্বরে অথবা ট্রেনে চড়ার আগে করোনা সংক্রমণ আছে কিনা তা জানার জন্য নমুনা পরীক্ষা করাতে          হবে এবং পরীক্ষা  ফলাফলের জন্য  যাত্রীদের অপেক্ষা করতে হবে ।
 
    ৫) রেল স্টেশন চত্ত্বরে স্বাস্থ্য পরীক্ষাকারী দল ট্রেনে সফরকারী যাত্রীদের পরীক্ষা করে দেখবেন।
 
    ৬) প্রকাশ্য স্থানে থুতু ফেলা যাবেনা।
 
    ৭) অস্বাস্থ্যকর বা অপরিচ্ছন্ন পরিস্থিতি তৈরি করতে পারে অথবা সাধারণ মানুষের স্বাস্থ্য বা নিরাপত্তায় বিঘ্ন ঘটাতে পারে এমন                কোনো কাজকর্ম রেল স্টেশন এবং ট্রেনের ভিতর করা যাবেনা।
 
    ৮) করোনা সংক্রমণ বিস্তার রোধে রেল প্রশাসনের পক্ষ থেকে জারি করা নির্দেশিকা কোনোভাবে অমান্য করা যাবেনা।
 
    ৯) করোনা সংক্রমণ ছড়াতে পারে এমন কোনো কাজ কখনই করা যাবেনা।
 
করোনা সংক্রমণ প্রতিরোধে রেল প্রশাসনের জারি করা নির্দেশিকা অনুযায়ী যাত্রীদের সুযোগ-সুবিধায় ইচ্ছাকৃত হস্তক্ষেপ বা অবহেলা করলে অথবা কোনো ব্যক্তির নিরাপত্তায় আঘাত আসতে এমন কোনো কাজকর্ম চালালে বা নির্দেশিকা অমান্য করলে রেল কর্তৃপক্ষ ১৯৮৯ সালের রেলওয়ে আইনের ১৪৫, ১৫৩ এবং ১৫৪ নম্বর ধারা অনুযায়ী যেকোন যাত্রীর বিরুদ্ধে জেল অথবা জরিমানার মতো ব্যবস্থা গ্রহণ করতে পারে।
Loading...

Amazon

https://www.amazon.in/Redmi-8A-Dual-Blue-Storage/dp/B07WPVLKPW/ref=sr_1_1?crid=23HR3ULVWSF0N&dchild=1&keywords=mobile+under+10000&qid=1597050765&sprefix=mobile%2Caps%2C895&sr=8-1

Pages