মোদী উদ্বোধন করলেন বিশ্বের বৃহত্তম অটল টানেল - আজ খবর । দেখছি যা লিখছি তাই । ডিজিটাল মিডিয়ায় অন্যতম শক্তিশালী সংবাদ মাধ্যম

Sonar Tori


মোদী উদ্বোধন করলেন বিশ্বের বৃহত্তম অটল টানেল

Share This

মোদী উদ্বোধন করলেন বিশ্বের বৃহত্তম অটল টানেল


আজ খবর (বাংলা), মানালি, হিমাচল প্রদেশ, ০৩/১০/২০২০ : আজ বিশ্বের সবচেয়ে লম্বা টানেলের উদ্বোধন করলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। হিমাচল প্রদেশের এই টানেলের নাম অটল টানেল।

হিমাচল প্রদেশের মানালি থেকে রোটাং পাস হয়ে যে রাস্তা লাহুল-স্পিতি উপত্যকা বা গ্রামফুর  দিকে যেত, সেই রাস্তা বছরের ৬ মাস বন্ধ থাকত শুধুমাত্র বরফ পড়ার  কারনে। এই অঞ্চলে প্রচুর তুষারপাত হওয়ার কারনে  প্ৰশাসনকে এই রাস্তা ৬ মাস বন্ধ রাখতে হত। তবে বরফ দেখার জন্যে পর্যটকদের ব্যাপক ভীড় হত  রোটাং পাসে । এবার সেই অঞ্চল দিয়েই বিশাল টানেল তৈরি করে দেওয়া হল, যাতে ওই টানেল ব্যবহার করে অনায়াসে চলে যাওয়া যেতে পারে মানালির দিক থেকে লাহুল-স্পিতির দিকে। তাতে রোটাং পাশের প্রাকৃতিক সৌন্দর্য্যও বজায় থাকল।



রোটাং পাসের সামান্য আগেই মানালির দিকে প্রবেশপথ রয়েছে অটল টানেলের। ১০,০০০ ফুট উচ্চতায় এই টানেলের দৈর্ঘ্য ৯.০২ কিলোমিটার। এই টানেল ধরে এগিয়ে গিয়ে লাদাখের পথেও চলে যাওয়া যাবে। সেক্ষেত্রে হিমাচল বা মানালি থেকে লাদাখ যেতে হলে যে সময় লাগত তার থেকে চার ঘণ্টা কম লাগবে বলে জানা গিয়েছে। হিমাচলের দিক থেকে লাদাখ যাওয়ার ক্ষেত্রে সেনাবাহিনীরও খুব সুবিধা হবে। এই টানেলের নামকরণ করা হয়েছে প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ির নামে। আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই টানেলের উদ্বোধন করে জাতির উদ্দেশ্যে উৎসর্গ করলেন।

অটল টানেল উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, চিফ ডিফেন্স স্টাফ জেনারেল বিপিন রাওয়াত, ইন্ডিয়ান আর্মির চিফ জেনারেল এম এম নারাভানে সহ অন্যান্য বিশিষ্টরা। প্রধানমন্ত্রী আজ সকাল ১০টার  কিছু পরেই আনুষ্ঠানিকভাবে অটল টানেলের উদ্বোধন করেন এবং সেই সঙ্গে লাহুল উপত্যাকার শিশুতে পৌঁছে তাঁর ভাষণে বলেন, "আগের সরকার প্রতিরক্ষার বিষয়ে বেশ উদাসীন ছিল। তারা ফাইটার প্লেন কিনতে পারত  না, খালি ফাইল চালাচালি করত। দেশের  অর্ডিন্যান্স ফ্যাক্টরিগুলোকে বিশ্রী দশায় ফেলে রেখেছিল, আর আজ দেখুন দেশে অত্যাধুনিক যুদ্ধ বিমান আসছে, দেশ নিজের জমিতেই তেজস-এর মত যুদ্ধ বিমান তৈরি করছে। নানারকম মিসাইল থেকে শুরু করে অত্যাধুনিক যুদ্ধাস্ত্র তৈরি করছে। শীতকালে বরফের উপত্যকায় কর্তব্য করার জন্যে আনুষঙ্গিক শীতবস্ত্র ও অন্যান্য উপকরণ দিচ্ছে। আমরা সরকারে এসে সেনাবাহিনীতে 'এক পদ এক পেনশন' ব্যবস্থা চালু করেছি। আগে এই সব ছিল না। এখন দেশ আর আগের মত অবস্থায় নেই, দ্রুত এগিয়ে চলেছে।"


মোদী আজ সেইসব মানুষের কাছে এক অভিনব আবেদন রেখেছেন যাঁরা এই অটল টানেলের নির্মাণকাজে যুক্ত ছিলেন। তিনি বলেছেন, "এই টানেল একদিনেই তো আর তৈরি হয় নি। প্রায় হাজার দেড়েক মানুষের অক্লান্ত পরিশ্রমে তৈরি হয়েছে এই সুড়ঙ্গপথ। আপনারা যাঁরা এই টানেলের নির্মাণ কাজে যুক্ত ছিলেন, একেবারে ইঞ্জিনিয়ার থেকে শ্রমিক পর্যন্ত, এই টানেল নির্মাণকাজ করার যে অভিজ্ঞতা আপনাদের হয়েছে, তা লিপিবদ্ধ করুন। হয়ত কাজ করতে গিয়ে বরফে আটকে পড়েছেন, কোনো কোনো দিন হয়ত ঠিকমত খাওয়া জোটেনি। প্রত্যেকটা অভিজ্ঞতা লিপিবদ্ধ করুন। সাধারণ মানুষকে জানতে দিন দেশের প্রতি আপনাদের অবদানের কথা।" 

Loading...

Amazon

https://www.amazon.in/Redmi-8A-Dual-Blue-Storage/dp/B07WPVLKPW/ref=sr_1_1?crid=23HR3ULVWSF0N&dchild=1&keywords=mobile+under+10000&qid=1597050765&sprefix=mobile%2Caps%2C895&sr=8-1

Pages