কুলভূষণ যাদবকে ভারতীয় আইনজীবী দেওয়ার প্রস্তাব খারিজ পাকিস্তানের - আজ খবর । দেখছি যা লিখছি তাই । ডিজিটাল মিডিয়ায় অন্যতম শক্তিশালী সংবাদ মাধ্যম

Sonar Tori


কুলভূষণ যাদবকে ভারতীয় আইনজীবী দেওয়ার প্রস্তাব খারিজ পাকিস্তানের

Share This

কুলভূষণ যাদবকে ভারতীয় আইনজীবী দেওয়ার প্রস্তাব খারিজ পাকিস্তানের
কুলভূষণ যাদব


আজ খবর (বাংলা), ইসলামাবাদ, পাকিস্তান, ১৯/০৯/২০২০ :  পাকিস্তানের জেলে আটকে থাকা কুলভূষণ যাদবের জন্যে ভারতীয় আইনজীবী নিয়োগ করার ভারতের প্রস্তাব খারিজ করে দিল পাকিস্তান।

পাকিস্তানের তরফ থেকে জানানো  হয়েছে, ভারতীয় আইনজীবী, কুইন্স কাউন্সেল বা প্রতিনিধি পাঠানো তো অনেক  দূর, কুলভূষণ পাকিস্তানের আদালতে শুধুমাত্র পাকিস্তানের  আইনজীবীর সাহায্য পেতে পারেন। এর বেশি কিছু নয়। কুইন্স কাউন্সেল হল এমন একজন আইনজীবী যাঁকে ইংল্যান্ডের রাণী রেফার করবেন অন্য কোনো দেশে নির্দিষ্ট মামলার ওকালতি করার জন্যে। পাকিস্তানকে ভারত কুইন্স কাউন্সেলের  প্রস্তাবও  দিয়েছিল কিন্তু পাকিস্তান তাও খারিজ করে দিয়েছে। 

ভারতের তরফ থেকে বলা হয়েছে ,পাকিস্তান কুলভূষণ যাদবের বিরুদ্ধে কোনো জোরদার প্রমাণ বা তথ্য বিশ্ব আদালতের সামনে এখনও পর্যন্ত পেশ করতে পারে নি, তা সত্ত্বেও তাঁকে জোর করে জেলে ভরে দেওয়া হয়েছে, তাঁকে মৃত্যুদণ্ড শোনানো হয়েছে এবং কোনো ভাড়াতীয়কে তাঁর কাছে যেতে দেওয়াও হচ্ছে না। এও এক ধরনের মানবাধিকার লংঘন। ইতিমধ্যে ভারত বার বার দাবী জানিয়ে এসেছে যে কোনো নিরপেক্ষ ভারতীয়কে বিনা শর্তে কুলভূষনের কাছে পৌঁছাতে দেওয়া হোক। কিন্তু পাকিস্তান সেটাও হতে দিচ্ছে না। সেই কারণে কুলভূষনের কোনো বক্তব্য বাইরের পৃথিবী আদৌ জানতে পারছে না। 

Loading...

Amazon

https://www.amazon.in/Redmi-8A-Dual-Blue-Storage/dp/B07WPVLKPW/ref=sr_1_1?crid=23HR3ULVWSF0N&dchild=1&keywords=mobile+under+10000&qid=1597050765&sprefix=mobile%2Caps%2C895&sr=8-1

Pages