আজ খবর(বাংলা), নতুন দিল্লী, ভারত, 16/09/2020 : প্রাক্তনকে শুভেচ্ছা বর্তমানের। প্রাক্তন প্রধানমন্ত্রী ডক্টর মনমোহন সিংকে আজ জন্মদিনের শুভেছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং 1932 সালে জন্মগ্রহণ করেছিলেন অবিভক্ত পাঞ্জাবে। পড়াশুনা করেছেন পাঞ্জাব বিশ্ববিদ্যালয়, কেমব্রিজ ও অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে। 2004 থেকে 2014 সাল পর্যন্ত দেশের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব সামলেছেন। মনমোহন সিং দেশের অর্থমন্ত্রী হিসেবেও দায়িত্ব সামলেছেন। তিনিই প্রথম বিশ্বে উন্মুক্ত বাণিজ্যের জন্যে ভারতের দরজা খুলে দিয়েছিলেন।
মনমোহন সিংয়ের বয়স হল 88 বছর। আজ তাঁকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে লিখেছেন, "ডক্টর মনমোহন সিংহের জন্মদিনের শুভেচ্ছা জানাই। ঈশ্বর তাঁকে সুস্থ দীর্ঘায়ু জীবন দিন।" আজ মনমোহন সিংকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন সোনিয়া গান্ধী, রাহুল গান্ধী ও কংগ্রেসের নেতৃবৃন্দ।