করোনা আক্রান্ত ব্যক্তিদের জন্যে নতুন স্বাস্থ্য পরিষেবা দিচ্ছে কেন্দ্র সরকার - আজ খবর । দেখছি যা লিখছি তাই । ডিজিটাল মিডিয়ায় অন্যতম শক্তিশালী সংবাদ মাধ্যম

Sonar Tori


করোনা আক্রান্ত ব্যক্তিদের জন্যে নতুন স্বাস্থ্য পরিষেবা দিচ্ছে কেন্দ্র সরকার

Share This
দেশের খবর

আজ খবর (বাংলা),. নতুন দিল্লী, ভারত, ১৫/০৯/২০২০ : কোভিড-১৯ মোকাবিলার সঙ্গে যুক্ত স্বাস্থ্যকর্মীদের জন্য প্রধানমন্ত্রী গরীব কল্যাণ প্যাকেজের আওতায় কিছু সুযোগ-সুবিধার সংস্থান রয়েছে। কেন্দ্রীয় স্তরের এই প্রকল্প অনুযায়ী, কমিউনিটি স্বাস্থ্যকর্মীরা সহ প্রথাগত স্বাস্থ্য পরিচর্যার সঙ্গে যুক্ত কর্মীরা ৫০ লক্ষ টাকার বিমার সুবিধা পেয়ে থাকেন। কোভিড-১৯ জনিত কারণে মৃত্যু হলেও স্বাস্থ্যকর্মীরা বিমার সুবিধা পাবেন।

কর্মসূচির আওতায় বেসরকারি হাসপাতালের কর্মী / অবসরপ্রাপ্ত কর্মী / স্বেচ্ছাসেবক / স্থানীয় শহরাঞ্চলীয় স্বশাসিত প্রশাসনের কর্মী / চুক্তিবদ্ধ কর্মী / দৈনিক মজুরির ভিত্তিতে নিযুক্ত কর্মী অথবা আউটসোর্স বা বাইরে থেকে নিয়ে আসা কর্মীরাও বিমার এই সুবিধা পাবেন। বিমার এই সুবিধা অন্যকোনও বিমার সুবিধার থেকে সম্পূর্ণ আলাদা। এছাড়াও, কেন্দ্রীয় সরকার কোভিড-১৯-এর দরুণ আক্রান্তদের চিকিৎসার জন্য আয়ুষ্মান ভারত-প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনার আওতায় বার্ষিক পরিবারপিছু ৫ লক্ষ টাকার চিকিৎসার সুবিধা প্রদান করছে।

রাজ্যসভায় আজ এক লিখিত জবাবে এই তথ্য জানান কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবারকল্যাণ প্রতিমন্ত্রী শ্রী অশ্বিনী কুমার চৌবে।
Loading...

Amazon

https://www.amazon.in/Redmi-8A-Dual-Blue-Storage/dp/B07WPVLKPW/ref=sr_1_1?crid=23HR3ULVWSF0N&dchild=1&keywords=mobile+under+10000&qid=1597050765&sprefix=mobile%2Caps%2C895&sr=8-1

Pages