আজ খবর (বাংলা), হংকং, ০৭/০৯/২০২০ : ভারত-চীন সীমান্তে ভারতীয় সেনাবাহিনীর সাহসীকতা এবং আগ্রাসী মনোভাব দেখে বেশ ক্রুদ্ধ হয়ে উঠেছেন চীনের রাষ্ট্রপতি শি জিনপিং।
বিগত আগস্ট মাসের ২৯-৩০ তারিখের মধ্যরাত্রে ভারতীয় সেনা দখল করে নিয়েছে স্প্যাঙ্গুর লেকের কাছে একটি পাহাড়ের চূড়া। এই জায়গাটি বলপূর্বক নিজেদের এলাকা বলে দাবী করে আসছিল চীন। কিন্তু শুধু ওই এলাকাই নয়, চীন ১৯৬২ সাল থেকেই দখল করে রেখেছে কাশ্মীরের আকসাই চীনেই পুরো এলাকাই। এই ভূখন্ড আদতে ভারতের। কিছুদিন আগেই রাতের অন্ধকারে চীনের লাল ফৌজ প্যাংগং লেকের দক্ষিণ প্রান্ত অঞ্চলটিকেই দখল করে নিতে সেনা পাঠিয়েছিল। ভারতীয় সেনার হুঙ্কারে শেষমেশ তাদেরকে ফের সীমান্তের ওপারে হঠিয়ে দেওয়া হয়েছিল।
এরপর গত মাসের ২৯-৩০ তারিখ মধ্যরাত্রে ভারতীয় সেনা চীনের আওতাভুক্ত বলে দাবী করা ভূখণ্ডে গিয়ে স্প্যাঙ্গুর লেকের কাছে একটি পাহাড় চুরা দখল করে নেয় এবং জাতীয় পতাকাও লাগিয়ে দেয় বলে খবর পাওয়া যায়। সম্মুখ সংঘাত এড়াতে চীনা সেনারা চুপচাপ সেই জায়গা ছেড়ে সরে গিয়েছিল বলে জানতে পেরেছেন শি জিনপিং। আর এতেই চটে লাল তিনি। শোনা যাচ্ছে, ভারত- চীন সীমান্তে ককর্তব্য রত লাল ফৌজের কমান্ডারদের বিরুদ্ধে তিনি কঠোর ব্যবস্থা গ্রহণ করতে চলেছেন । যদিও এই কঠোর ব্যবস্থা নেওয়ার খবরটির সত্যতা যাচাই করে নি আজ খবর।
গত ১৫ই জুন তারিখে চীনা সেনাদের সাথে সামনাসামনি সংঘাত বেঁধে গিয়েছিল ভারতের সেনা জওয়ানদের। সেই সংঘাতে মোট ২০ জন ভারতীয় সেনা শহীদ হয়েছিলেন, অপরদিকে চীনের প্রায় ৫০ জন সেনা নিহত হয়েছিল, যদিও এই সংখ্যাটা কোনোদিনই স্বীকার করে নি চীন। যেদিন সেই সংঘাত বেঁধেছিল, সেইদিনই ছিল শি জিনপিংয়ের ৬৭তম জন্মদিন। সেইদিন এত সংখ্যক চীন সেনা মারা যাওয়ায় রীতিমত বিদ্ধস্ত হয়ে উঠেছিলেন সি জিনপিং নিজেই। নিজের জন্মদিনের দিন এত সংখ্যক সেনার নিধন আশা করতে পারেন নি তিনি। তাই ঘনিষ্ঠ মহলে তিনি নাকি কান্নাকাটিও করেছিলেন বলে শোনা যায়। এই মুহূর্তে ভারতীয় সেনার ওপর ব্যাপক চটে রয়েছেন তিনি। কিন্তু বিশ্বের অন্যান্য দেশের চাপে পড়ে কিছুই করে উঠতে পারছেন না সি জিনপিং।