আজ খবর (বাংলা), নতুন দিল্লী, ভারত, ২৩/০৯/২০২০ : এবার ভারত নিজের দেশেই তৈরি লেজার পরিচালিত Anti Tank Guided Missile (ATGM) সফলভাবে নিক্ষেপ করার সাফল্য অর্জন করল।
'আত্মনির্ভর ভারত প্রকল্পে'র পথে আরও ধাপ উত্তীর্ন হল ভারত। ভারত এবার নিজের দেশেই লেজার গাইডেড মিসাইল .তৈরি করছে। অতীতে এই ধরনের মিশাইলগুলি ভারতকে বহু অর্থব্যয় করে বিদেশ থেকে কিনতে হত। এখন ভারত নিজেই এগুলি তৈরি করছে। গতকাল মিসাইল নিক্ষেপের পরীক্ষায় ভারত উত্তীর্ন হয়েছে। এটিজিএম মিসাইলের পরীক্ষা করা হয়েছিল কারাকোরাম পর্বত শ্রেণীর কাছে একটি জায়গায়।
যদিও এটিজিএম মিসাইল যে কোনো প্ল্যাটফর্ম থেকেই নিক্ষেপ করা যায়। তবে গতকাল এই মিসাইল নিক্ষেপ করা হয়েছিল এমবিটি অর্জুন ট্যাঙ্ক থেকে। এই মিসাইল লোড করে লক করে দিতে হয়, এরপর নির্দিষ্ট লক্ষে লেজার গাইডেড এই মিসাইল নির্ভুলভাবে বিধ্বংসী আঘাত হানতে সক্ষম। তিন কিলোমিটার দূর পর্যন্ত নিখুঁতভাবে আঘাত হানে এই এটিজিএম মিসাইল।
সফলভাবে এটিজিএম মিসাইল নিক্ষেপ করার সাফল্য অর্জন করার পর দেশের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং সেনাবাহিনীকে ও DRDOকে শুভেচ্ছা জানিয়েছেন। তিনি বলেছেন, "আত্মনির্ভর ভারত প্রকল্পে আরও এক ধাপ এগোল ভারত। এই অত্যাধুনিক মিসাইল এবার থেকে ভারত অনেক কম খরচে দেশের মধ্যেই তৈরি করে নিতে পারবে।"
এটিজিএম মিসাইল পুনের হাই এনার্জি মেটিরিয়ালস রিসার্চ ল্যাবরেটরি (HEMRL) এবং ইনস্ট্রুমেন্ট রিসার্চ ডেভলাপমেন্ট এস্টাব্লিশমেন্ট (IRDE) থেকে করেছে আর্মামেন্ট রিসার্চ ডেভলপমেন্ট এস্টাব্লিশমেন্ট (ARDE)।