সুরাটের ওএনজিসি প্ল্যান্টে তিনটি বিস্ফোরণ, ভয়াবহ আগুন - আজ খবর । দেখছি যা লিখছি তাই । ডিজিটাল মিডিয়ায় অন্যতম শক্তিশালী সংবাদ মাধ্যম

Sonar Tori


সুরাটের ওএনজিসি প্ল্যান্টে তিনটি বিস্ফোরণ, ভয়াবহ আগুন

Share This

সুরাটের ওএনজিসি প্ল্যান্টে তিনটি বিস্ফোরণ, ভয়াবহ আগুন


আজ খবর (বাংলা), সুরাট, গুজরাট, ২৪/০৯/২০২০ : বিধ্বংসী আগুনের গ্রাসে সুরাটের তেল শোধনাগার ও তেল উত্তোলন কেন্দ্র। সেখানে আগুন ভয়াবহ আকার ধারণ করতে শুরু করলেও এই মুহূর্তে  পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে আনা গিয়েছে বলে জানা গিয়েছে। 

আজ ভোর রাত্রি ৩:০৫ মিনিট নাগাদ গুজরাটে সুরাটের কাছে হাজিরা নামে একটি জায়গায় ওএনজিসির একটি প্ল্যান্টে  তিনটি বিস্ফোরণ ঘটে যায়, আর তারপরেই ওই প্ল্যান্টে আগুনের লেলিহান শিখা দেখতে পাওয়া যায়। মুহূর্তে প্ল্যান্টের অনেকটা জায়গায় ছড়িয়ে পড়ে আগুন। দ্রুত ঘটনাস্থলে দমকল কাজ শুরু করে দেওয়ায় এই মুহূর্তে আগুন অনেকটাই নিয়ন্ত্রণে রয়েছে বলে জানতে পারা  গিয়েছে। 

গুজরাটের বিজেপি সভাপতি সিআর পাতিল জানিয়েছেন, "আজ ভোর তিনটে নাগাদ পরপর তিনটি বড়সড় বিস্ফোরণের ঘটনা ঘটেছে ওএনজিসির প্ল্যান্টে। তারপরই গোটা প্ল্যান্টে আগুন লেগে গিয়েছিল। দমকল এসে দ্রুততার সাথে আগুন নেভানোর কাজ করছে। আমি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নির্দেশ পেয়েছি। তিনি দ্রুততার সাথে আগুন নেভানোর নির্দেশ দিয়েছেন। এই মুহূর্তে আগুন অনেকটাই নিয়ন্ত্রণে এসে গিয়েছে। আর কিছুক্ষণের মধ্যেই পুরোপুরি নিয়ন্ত্রণে এসে যাবে।" প্রসঙ্গত উল্লেখ্য, এর আগে আসামেও তৈল শোধনাগারে ভয়াবহ আগুন লেগে গিয়েছিল, যা বেশ কিছুদিন ধরে দাউ দাউ করে জ্বলেছিল।

Loading...

Amazon

https://www.amazon.in/Redmi-8A-Dual-Blue-Storage/dp/B07WPVLKPW/ref=sr_1_1?crid=23HR3ULVWSF0N&dchild=1&keywords=mobile+under+10000&qid=1597050765&sprefix=mobile%2Caps%2C895&sr=8-1

Pages