করোনার সময় আপনি কি কি করেছেন ? লেখা, আঁকা ও ক্যালিগ্রাফি কেন্দ্রের উদ্যোগে অভিনব প্রতিযোগিতা - আজ খবর । দেখছি যা লিখছি তাই । ডিজিটাল মিডিয়ায় অন্যতম শক্তিশালী সংবাদ মাধ্যম

Sonar Tori


করোনার সময় আপনি কি কি করেছেন ? লেখা, আঁকা ও ক্যালিগ্রাফি কেন্দ্রের উদ্যোগে অভিনব প্রতিযোগিতা

Share This

করোনার সময় আপনি কি কি করেছেন ? লেখা, আঁকা ও ক্যালিগ্রাফি কেন্দ্রের উদ্যোগে অভিনব প্রতিযোগিতা


আজ খবর (বাংলা), ,নতুন দিল্লী, ভারত, ২১/০৯/২০২০ : ভারতীয় পোস্টের পশ্চিমবঙ্গ সার্কেল  বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) থেকে স্লোগান, ছবি আঁকা এবং ক্যালিগ্রাফি প্রতিযোগিতা আয়োজন করেছে। এই প্রতিযোগিতায় অংশগ্রহণের শেষ তারিখ ৩১ অক্টোবর। ১৪ নভেম্বর সফল প্রতিযোগীদের নাম ঘোষণা করা হবে। উৎসাহী অংশগ্রহণকারীরা যে কোনও ডাকঘর থেকে ২ টাকা দামের কম্পিটিশন পোস্ট কার্ড কিনে এই প্রতিযোগিতায় অংশ নিতে পারেন।

প্রতিযোগিতার প্রথম পুরস্কার ১০,০০০ টাকা, দ্বিতীয় পুরস্কার ৭,৫০০ টাকা এবং তৃতীয় পুরস্কার ৫,০০০ টাকা। প্রতিটি বিভাগেই এই পুরস্কার বরাদ্দ করা হয়েছে। 

 স্লোগান প্রতিযোগিতার বিষয় হল – ‘কোভিড-১৯-এর সময়কালে সবথেকে গুরুত্বপূর্ণ কোন জিনিসটি আমি করেছি’। ৫০টি শব্দের মধ্যে বাংলা / ইংরেজি / হিন্দিতে এই উত্তর লিখতে হবে। ছবি আঁকার প্রতিযোগিতায় অংশ গ্রহণের জন্য যে সব স্ট্যাম্পে মহাত্মা গান্ধীর স্ ছবি রয়েছে, সেই সব স্ট্যাম্পের অনুকরণে পোস্টকার্ডে ছবি আঁকতে হবে। ক্যালিগ্রাফি প্রতিযোগিতায় অংশ গ্রহণ করার জন্য যারা বাংলায় লিখতে চান, তাঁদের  লিখতে হবেঃ-   

 চিত্ত যেথা ভয়শূন্য, উচ্চ যেথা শির,
    জ্ঞান যেথা মুক্ত, যেথা গৃহের প্রাচীর

আপন প্রাঙ্গণতলে দিবসশর্বরী
    বসুধারে রাখে নাই খণ্ড ক্ষুদ্র করি,

নির্ধারিত পোস্টকার্ডটি অংশগ্রহণকারী প্রতিযোগীরা নিকটবর্তী ডাকঘরে নির্দিষ্ট লেটার বক্সে জমা দিতে পারবেন। প্রতিযোগিতার নিয়মাবলী জানার জন্য নিচের ওয়েবসাইটটি ক্লিক করুন –

https://www.westbengalpost.gov.in

Loading...

Amazon

https://www.amazon.in/Redmi-8A-Dual-Blue-Storage/dp/B07WPVLKPW/ref=sr_1_1?crid=23HR3ULVWSF0N&dchild=1&keywords=mobile+under+10000&qid=1597050765&sprefix=mobile%2Caps%2C895&sr=8-1

Pages