আপনার ছেলে মেয়েকে হেনস্থা হতে দেখেও কি চুপ থাকতেন ? জয়া বচ্চনকে প্রশ্ন কঙ্গনার - আজ খবর । দেখছি যা লিখছি তাই । ডিজিটাল মিডিয়ায় অন্যতম শক্তিশালী সংবাদ মাধ্যম

Sonar Tori


আপনার ছেলে মেয়েকে হেনস্থা হতে দেখেও কি চুপ থাকতেন ? জয়া বচ্চনকে প্রশ্ন কঙ্গনার

Share This
 বিনোদন

আজ খবর (বাংলা), নতুন দিল্লী, ভারত, ১৫/০৯/২০২০ : প্রাক্তন অভিনেত্রী এবং রাজনীতিবিদ জয়া বচ্চনকে  উদ্দেশ্য করে এবার কঙ্গনা রানাওয়াত বেশ কিছু প্রশ্নের জবাব দিয়ে দিলেন। 
গতকাল থেকেই সংসদে শুরু হয়েছে বাদল অধিবেশন, সেখানে উচ্চকক্ষে প্রাক্তন অভিনেত্রী ও সাংসদ জয়া বচ্চন কঙ্গনা রানাওয়াতের একটি বক্তব্যকে নিয়ে কড়া সমালোচনা করেন। কঙ্গনা বলেছিলেন মুম্বইয়ের ফিল্ম ইন্ডাস্ট্রি 'গটর' বা ডাস্টবিন হয়ে গিয়েছে, একে  সাফ করা দরকার। কঙ্গনার এই বক্তব্যকেই আজ সকালে সমালোচনায় বিঁধেছিলেন জয়া বচ্চন। তার জবাবেই আজ জয়া বচ্চনকে কড়া শব্দে উত্তর দিলেন কঙ্গনা রানাওয়াত।
কঙ্গনা আজ জয়া বচ্চনকে উদ্দেশ্য করে বলেন, "জয়াজি, যদি আপনার মেয়ে শ্বেতাকে দিনের  পর দিন এভাবে হেনস্থা হতে হত, যদি তাকে নিয়মিত ড্রাগস নিতে দেখতেন, কিংবা যদি দেখতেন আপনার ছেলে অভিষেককে দিনের পর দিন হেনস্থা বা অসম্মানের শিকার হতে হচ্ছে, অথবা দেখতেন কোনো একদিন তাকে মেরে ঝুলিয়ে দেওয়া হয়েছে, তাহলে কি আপনি এভাবেই কথা বলতেন ? আজকের মতই অভিব্যক্তি দিতে পারতেন ?"
কঙ্গনা আরও বলেন, "কোনো একজন বিখ্যাত কোরিওগ্রাফার বলেছিলেন, আমরা ধর্ষিতা হলে ক্ষতি কি ? আমরা তো জীবন পেয়েছি ! এই বিষয়টাকেই কি ইন্ডাস্ট্রিতে স্থায়ীভাবে জায়গা দেওয়া হচ্ছে ? আমাদের ইন্ডাস্ট্রিতে ভাল কোনো HR নেই যেখানে গিয়ে আমরা অভিযোগ জানাতে পারব। আমাদের জীবনের কোনো নিরাপত্তা নেই, কোনো বীমা নেই, ৮ ঘণ্টার শিডিউলের কোনো নিয়ন্ত্রণ নেইআন্তর্জাতিক  তাহলে আমরা যাব কোথায় ? আর এই বিষয়ে প্রশ্ন করলেই সমালোচনার মুখে পড়তে হবে আমাদেরকে ?"
কঙ্গনা বলেন, "গরীবদের জন্যে খাদ্যই শেষ কথা, নাকি খাদ্যের সাথে তাদের সন্মান দেওয়াও যায় ? সেটা ভেবে ঠিক করুক সমাজ। ইন্ডাস্ট্রিতে প্রতিদিন বহু শিল্পী হেনস্থা হয়ে চলেছেন, তাঁদের যোগ্য সন্মান দেওয়া হয় না। আমার কাছে সম্পূর্ণ তালিকা আছে। যদি কোনো দিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সাথে সাক্ষাৎ করার সুযোগ পাই, তাহলে তাঁকে সব কিছু জানাব সবিস্তারে।" 
Loading...

Amazon

https://www.amazon.in/Redmi-8A-Dual-Blue-Storage/dp/B07WPVLKPW/ref=sr_1_1?crid=23HR3ULVWSF0N&dchild=1&keywords=mobile+under+10000&qid=1597050765&sprefix=mobile%2Caps%2C895&sr=8-1

Pages