আজ ওড়িশা থেকে সুপার সনিক ক্রুইজ মিসাইল 'ব্রম্ভজ' -এর দ্বিতীয় উৎককেপন সাফল্যের সাথে করা হল ওড়িশা থেকে। ভারতীয় সেনা সূত্রে গিয়েছে, 'ব্রম্ভজ'-এর পাল্লা আগের চেয়ে বাড়িয়ে দেওয়া হয়েছে, এখন এই মিসাইল ৪০০ কিলোমিটার দূরের লক্ষে নিখুঁতভাবে আঘাত হানতে সক্ষম। দূরপাল্লার এই মিসাইল এই নিয়ে ভারত দ্বিতীয়বার উৎক্ষেপণ করল সফলভাবে। এর আগেরবারেও সফলভাবে উৎক্ষেপণ করা হয়েছিল।
'ব্রম্ভজ' মিসাইলের আপগ্রেডেড ভার্সান সম্পূর্ণভাবে ভারতীয় প্রযুক্তিতে তৈরি করা হয়েছে। এই মিসাইল যে যুদ্ধক্ষেত্রে শত্রুপক্ষের ত্রাস হয়ে উঠতে পারে তা জানে গোটা বিশ্ব। আজ সফল উত্ক্ষেপনের সাথে সাথেই কেন্দ্র সরকার ডিআরডিও টিমকে শুভেচ্ছা জানিয়েছে এই মিসাইল তৈরি করার জন্যে। ডিআরডিও থেকে জানানো হয়েছে এরপর এই মিসাইলের পাল্লা আরও বাড়ানো হতে পারে। এই ধরনের অত্যাধুনিক মিসাইল ছোঁড়া যেতে পারে যে কোনো যুদ্ধ জাহাজ, সাবমেরিন কিংবা যুদ্ধ বিমানগুলি থেকেও। ভারতের ডিআরডিও রাশিয়ার সাথে হাত মিলিয়ে ভারতেই এই মিসাইল প্রথম তৈরি করেছিল।