আজ খবর (বাংলা), মুম্বই, মহারাষ্ট্র, ০৮/০৯/২০২০ : কয়েকদিন ধরে দফায় দফায় জেরার পর অবশেষে প্রয়াত অভিনেতা সুশান্ত সিং রাজপুতের বান্ধবী চক্রবর্তীকে গ্রেপ্তার করল নারকোটিকস কন্ট্রোল ব্যুরো।
গতকালই রিয়া স্বীকার করে নিয়েছিল, যে মাদক চক্রের সাথে তার যোগ রয়েছে। সে নিজেও ড্রাগস নিত। অথচ এতদিন রিয়া নিজে এবং তার আইনজীবী দাবী করে এসেছিলেন রিয়া বা তার পরিবার মাদক নিত না। কিন্তু কয়েকদিন ধরেই দফায় দফায় জেরা করে আজ রিয়া চক্রবর্তীকে গ্রেপ্তার করল নারকোটিকস কন্ট্রোল ব্যুরো। রিয়াকে স্বাস্থ্য পরীক্ষার জন্যে নিয়ে যাওয়া হয়েছে। সম্ভবত আজই তাকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে আদালতে পেশ করা হবে।
রিয়া চক্রবর্তীর গ্রেপ্তারির পর রিয়ার আইনজীবী সতীশ মানসিনধে বলেন, "এটা বিচারের নামে প্রহসন হচ্ছে। কেন্দ্র সরকারের তিন তিনটি এজেন্সি শিকারের খোঁজে ঝাঁপিয়ে পড়েছে একটি মেয়ের ওপর, তাকে গ্রেপ্তার করবে বলে, তার অপরাধ কি ? সে একটি মাদকাসক্ত ছেলেকে ভালবেসেছিল, যে মানসিকভাবে অসুস্থ ছিলে এবং যে অবৈধ ও অপরিমিত ড্রাগস সেবন করে আত্মহত্যা করেছিল ! এটা কখনোই মেনে নেওয়া যায় না। "
রিয়ার আইনজীবীদের বক্তব্য রিয়াকে মাদক যোগের জন্যে গ্রেপ্তার করা হয়েছে, কিন্তু মনে রাখতে হবে সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর ব্যাপারে তাকে গ্রেপ্তার করা হয় নি। আজ রিয়ার স্বাস্থ্য পরীক্ষা হয়ে গেলেই তাকে ভার্চুয়াল আদালতের মুখোমুখি হতে হবে বলে মনে করা হচ্ছে। সেখানে এনসিবি রিয়ার জন্যে রিমান্ড পিটিশন দাখিল করতে পারে। আবার উল্টোদিকে সেই আদালতেই রিয়া নিজের জামিনের জন্যেও আবেদন জানাতে পারে বলে জানা গিয়েছে।
রিয়া ইতিমধ্যেই বলিউডের ২৫ জন সুপারস্টার অভিনেতা ও অভিনেত্রীর নাম বলে দিয়েছে বলে জানা গিয়েছে। যাঁরা মাদক নিতে অভ্যস্ত। এই সুপারস্টার ও অতি জনপ্রিয় অভিনেতাদের এনসিবি আগামী ১০ দিনের মধ্যেই সমন পাঠাতে পারে বলে জানা যাচ্ছে। এভাবে বলিউডের সাথে মাদক মাফিয়াদের যোগ থাকার ঘটনা প্রকাশ্যে চলে আসছে, এরপর হয়ত বেটিং চক্রও সামনে চলে আসবে। তবে সুশান্ত মামলায় ইডি এবং সিবিআইয়ের তদন্ত জারি থাকবে। রিয়ার ভাই সৌভিক ও তার সহযোগী স্যামুয়েল মিরান্ডাকে আগেই গ্রেপ্তার করেছিল এনসিবি, আগামী ৯ তারিখ পর্যন্ত তাদের জেল হেফাজতে থাকতে হবে।
ছবি : ANI