পূর্বাঞ্চলীয় বায়ুসেনার ঘাঁটিতে আকস্মিক পরিদর্শন বায়ু সেনা প্রধানের - আজ খবর । দেখছি যা লিখছি তাই । ডিজিটাল মিডিয়ায় অন্যতম শক্তিশালী সংবাদ মাধ্যম

Sonar Tori


পূর্বাঞ্চলীয় বায়ুসেনার ঘাঁটিতে আকস্মিক পরিদর্শন বায়ু সেনা প্রধানের

Share This

পূর্বাঞ্চলীয় বায়ুসেনার ঘাঁটিতে আকস্মিক পরিদর্শন বায়ু সেনা প্রধানের


আজ খবর  (বাংলা), ,নতুন দিল্লী, ভারত, ০৪/০৯/২০২০ : বায়ুসেনা সেনা প্রধান আরকেএস ভাদোরিয়া আজ পূর্বাঞ্চলীয় বায়ুসেনা ঘাঁটি পরিদর্শন করেছেন।

ক্রমেই উত্তেজনার পারদ একটু একটু করে  চড়ছে  পূর্ব লাদাখের ভারত-চীন সীমান্তে। গত কয়েকদিন ধরে দুই দেশের কমান্ডার পর্যায়ের বৈঠকে সীমান্ত সমস্যার সুনির্দিষ্ট কোনো সমাধান সূত্র বেরিয়ে এখনো পর্যন্ত।  দুই দেশের সেনাবাহিনীর মধ্যে গত কয়েকদিন ধরেই তুমুল তৎপরতা চোখে পড়ছে। ভারত নিজেদের সীমান্তে নতুন করে আরও  সেনা মোতায়েন করেছে। পূর্ব লাদাখ সীমান্তে নিয়ে গিয়ে রাখা হয়েছে প্রচুর পরিমাণে যুদ্ধের ট্যাঙ্ক  ও মিশ্যাইল। তৎপরতা তুঙ্গে বায়ু সেনার মধ্যেও। সীমান্তের  আকাশে ঘন ঘন চাক্কার কাটছে বায়ু সেনার যুদ্ধ বিমান এবং হেলিকপ্টারগুলো। সীমান্তে তৎপরতা দেখা গিয়েছে চীনা সেনাদের মধ্যেও। সব মিলিয়ে ভারত চীন সীমান্তে প্রবল উত্তেজনা তৈরি  হয়েছে।

দেশের পূর্বাঞ্চলীয় সীমান্ত অঞ্চলগুলিতেও উচ্চ পর্যায়ের সতর্কতা জারি হয়েছে। বিশেষ করে সিকিম সীমান্তে এবং অরুণাচল প্রদেশের সীমান্তে আর্মি এবং এয়ার ফোর্সকে প্রস্তুত রাখার ব্যবস্থা করা হয়েছে। উত্তরবঙ্গের হাসিমারা বায়ু সেনাঘাঁটিওকেও তৈরি রাখা  হয়েছে। এই রকম পরিস্থিতিতেই পুরো আয়োজন খতিয়ে দেখতে বায়ু সেনা প্রধান আর কে এস ভাদোরিয়া  পূর্বাঞ্চলীয় বায়ু সেনার ঘাঁটিগুলিকে পরিদর্শন করতে গিয়েছেন

পূর্বাঞ্চলীয় বায়ুসেনা ঘাঁটিতে পৌঁছানোর পর  বায়ুসেনা সেনা প্রধানকে স্বাগত জানান বায়ুসেনা ঘাঁটির আধিকারিকরা। তাঁরা বায়ুসেনা ঘাঁটি সম্পর্কে অবহিত করেন বায়ুসেনা সেনা প্রধানকে। সফর কালে বায়ুসেনা সেনা প্রধান এই কেন্দ্রে কর্মরত বিমান যোদ্ধাদের সঙ্গে মতবিনিময় করেন। তিনি সমস্ত ক্ষেত্রে  দক্ষতা বজায় রাখার জন্য বায়ুসেনা ঘাঁটি কর্মীদের সমন্বিত প্রচেষ্টার উচ্ছ্বসিত  প্রশংসা করেন এবং তাদের যথাযথ দায়িত্ব পালনের জন্য আহ্বান জানান।
Loading...

Amazon

https://www.amazon.in/Redmi-8A-Dual-Blue-Storage/dp/B07WPVLKPW/ref=sr_1_1?crid=23HR3ULVWSF0N&dchild=1&keywords=mobile+under+10000&qid=1597050765&sprefix=mobile%2Caps%2C895&sr=8-1

Pages