আজ খবর (বাংলা), কলকাতা, পশ্চিমবঙ্গ, ২৮/০৯/২০২০ : পশ্চিমবঙ্গ পেতে চলেছে একটি বেসরকারি স্মার্ট কলেজ। যেখানে অত্যাধুনিক প্রযুক্তির সাহায্য নিয়ে সহায়ক পরিবেশে পড়াশুনা করতে পারবেন রাজ্যের পড়ুয়ারা। এই কলেজের নাম 'এলিয়েন ব্রেন'।
গতকাল কলকাতার ইস্টার্ন বাইপাসের ধারে ডাবলু জে ম্যারিয়েট হোটেলের ব্যাঙ্কোয়েট হলে কলেজের উদ্বোধনী অনুষ্ঠান হয়ে গেল বেশ জাঁকজমকের সাথেই। ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যসভার সাংসদ ডক্টর শান্তনু সেন এবং অন্যান্য বিশিষ্ট অভ্যগতরা। গতকাল পুজোর ঢাক ও শাঁখ বাজিয়ে অনুষ্ঠানের উদ্বোধন করা হয়, জ্বালানো হয় প্রদীপ। গতকাল ছিল World Daughter's Day, তাই গতকালের উদ্বোধনি অনুষ্ঠানের নামকরণ করা হয়েছিল 'নারীরূপেণ সংস্থিতা'। এই অনুষ্ঠানে ছিল আকর্ষণীয় নাচ-গানের অনুষ্ঠান এবং চোখ ধাঁধানো ফ্যাশন শো।
উদ্বোধনী অনুষ্ঠানে কলেজের ম্যানেজিং ডিরেক্টর তথা ফাউন্ডার প্রবীণ বাহেতি বলেন, "আমরা কলকাতায় যে কলেজ উদ্বোধন করতে চলেছি, সেই কলেজ আর পাঁচটা কলেজের মত নয়। এখানে একজন শিক্ষক শুধুমাত্র শিক্ষকতা বা অধ্যাপনাই করবেন না, তিনি হয়ে উঠবেন ছাত্র-ছাত্রীদের মেন্টর। তিনি পড়ুয়াদেরকে আগামী ভবিষ্যতের জন্যে গড়ে তুলবেন। পড়ুয়ার অনুপ্রেরণা হয়ে উঠবেন। এই কলেজে আমরা অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করব, যাতে বিশ্বের অন্যান্য কলেজের সঙ্গে পরাশুনার মানের সাযুজ্য রাখা যায়।"
কলেজ কর্তৃপক্ষ জানিয়েছে, "আমাদের এই উদ্যোগ পড়ুয়াদের ভবিষ্যৎ গড়ে দেবে। আমরা এই রাজ্যে এসে শুনতে পাচ্ছি, এখানে নাকি চাকরি নেই, কিন্তু আমাদের কলেজ এখানে কর্মসংস্থান গড়ে তুলবে। পড়ুয়ারা সাফল্যের সাথে পাস করে চাকরি করতে পারবেন। ইঞ্জিনিয়ারিং কোর্স দিয়েই এই কলেজ পথ করবে। পড়ুয়ারা যাতে নিজেদেরকে সঠিকভাবে গড়ে তুলে সাফল্যের মুখ দেখতে পায়, তার জন্যে আমাদের তরফে চেষ্টার কোনো ত্রুটি থাকবে না।"