নিয়ন্ত্রণ রেখা থেকে ৫ ভারতীয় নিখোঁজ, আটকে রাখার কথা স্বীকার চীনের - আজ খবর । দেখছি যা লিখছি তাই । ডিজিটাল মিডিয়ায় অন্যতম শক্তিশালী সংবাদ মাধ্যম

Sonar Tori


নিয়ন্ত্রণ রেখা থেকে ৫ ভারতীয় নিখোঁজ, আটকে রাখার কথা স্বীকার চীনের

Share This

নিয়ন্ত্রণ রেখা থেকে ৫ ভারতীয় নিখোঁজ, আটকে রাখার কথা স্বীকার চীনের


আজ খবর (বাংলা), তেজপুর, আসাম, ০৯/০৯/২০২০ : উত্তর-পূর্ব ভারত থেকে যে ৫ ভারতীয়কে ভারত-চীন সীমান্ত থেকে পাওয়া যাচ্ছিল না, তাদের চীনের ভূখণ্ডে দেখতে পাওয়া  গিয়েছিল বলে মেনে নিলো চীন।

কিছুদিন আগেই আসামের ৫ জন ভারত-চীন সীমান্ত থেকে নিখোঁজ হয়েছিলেন বলে খবর পাওয়া  পাওয়া গিয়েছিল। এই পাঁচ জন পেশায় শিকারি ছিল বলে জানা গিয়েছে। এরপর ভারতীয় সেনার লাগাতার প্রচেষ্টার পর  আজ চীন মেনে নিয়েছে, সেই পাঁচ ব্যক্তিকে চীনের ভূখণ্ডে দেখা গিয়েছিল। ভারতীয় সেনার তরফ থেকে আজ লেফট্যানেন্ট কর্নেল হর্ষবর্ধন পাণ্ডে  জানিয়েছেন, "ওই পাঁচ শিকারি জঙ্গলের মধ্যে দিয়ে যেতে গিয়ে কোনোভাবে ভারতের সীমানা পার করে চীনের সীমান্তে ঢুকে  পড়েছিল। চীনের সেনারা তাদের  আটক করেছিল।"  

কিন্তু  এতদিন ধরে চীনের সেনারা স্বীকার করতে চাইছিল না, যে পাঁচ ভারতীয়কে তারা আটকে রেখেছে। ভারতীয় সেনার তরফ থেকে লাগাতার প্রচেষ্টাৰ পর আজ চীনারা স্বীকার করে নিয়েছে, ধৃত পাঁচ ভারতীয় তাদের হেফাজতেই আছে।ভারতের বিদেশ মন্ত্রকের  মাধ্যমে চেষ্টা চালিয়ে যাওয়া  হচ্ছে, ওই পাঁচ ভারতীয়কে  মুক্ত করার জন্যে। আশা করা হচ্ছে,  দ্রুত ওই পাঁচ ভারতীয়কে চীনাদের হাত থেকে ছাড়িয়ে আনা সম্ভব হবে।

Loading...

Amazon

https://www.amazon.in/Redmi-8A-Dual-Blue-Storage/dp/B07WPVLKPW/ref=sr_1_1?crid=23HR3ULVWSF0N&dchild=1&keywords=mobile+under+10000&qid=1597050765&sprefix=mobile%2Caps%2C895&sr=8-1

Pages