আজ খবর (বাংলা), নতুন দিল্লী, ভারত, ১৭/০৯/২০২০ : আজ দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ৭০তম জন্মদিন উপলক্ষে দিল্লীতে লাড্ডু বিতরণ করলেন বিজেপি সমর্থকরা।
আজ দিল্লীর ইন্ডিয়া গেটের সামনে বিজেপি নেতা শ্যাম জাজু ও তাঁর দলের সদস্যরা ৭০ কিলো লাড্ডু বিতরণ করলেন নরেন্দ্র মোদীর জন্মদিন উপলক্ষে। সেইসঙ্গে তাঁরা 'সেবা সপ্তাহ' পালন করার উদ্যোগ নিয়েছেন। শ্যাম জাজু বলেন, "নরেন্দ্র মোদী যেহেতু মানুষের জন্যে কাজ করে যেতে পছন্দ করেন, তাই আমরাও গোটা সপ্তাহ জুড়ে মানুষের সেবা করে সেবা সপ্তাহ পালন করে যাব।"
তবে শুধুই দিল্লী নয়, নরেন্দ্র মোদীর জন্মদিন পালন করতে আজ গুজরাটের ভাডোদারাতেও ৭০ কিলো লাড্ডু বিতরণকে ঘিরে উৎসবের চেহারা নিয়েছে। দিল্লীর মত এখানেও চলছে 'সেবা সপ্তাহ' পালন। সেই উৎসবের অঙ্গ হিসেবে প্রধানমন্ত্রী সুরক্ষা বীমা যোজনা প্রকল্পের অধীনে অন্তত ২১,০০০ মানুষকে বীমা করিয়ে দেওয়া হচ্ছে। এই অনুষ্ঠান উপলক্ষে উৎসবের মেজাজ দেখা গিয়েছে।
তবে শুধু উত্তর ভারতই নয়, দিল্লী ও ভাদোদরার মত দক্ষিণ ভারতের তামিলনাড়ুর কোয়েম্বাটোরেও নরেন্দ্র মোদীর জন্মদিন পালন করা হচ্ছে ৭০ কিলো লাড্ডু দিয়ে। তবে এখানে সেই লাড্ডু নরেন্দ্র মোদীর নামে ভগবান শিবকে উৎসর্গ করা হচ্ছে। তারপর তা প্রসাদ হিসেবে বিতরণ করা হবে। চলতি মাসের ১৪ থেকে ২০ তারিখ পর্যন্ত বিজেপি ভারতের সর্বত্র 'সেবা সপ্তাহ' কর্মসূচি পালন করে যাচ্ছে। তার মধ্যেই পড়েছে নরেন্দ্র মোদীর জন্মদিন, আর তাই বিজেপি সমর্থকদের আনন্দের বাঁধ মানছে না.
Loading...