আজ খবর (বাংলা), পুলওয়ামা, জম্মু ও কাশ্মীর, ২৪/০৯/২০২০ : জম্মু ও কাশ্মীরের প্রায় সর্বত্রই নিরাপত্তা বাহিনী জঙ্গী সাফাই অভিযান চালিয়ে যাচ্ছে। আজ জম্মু ও কাশ্মীরের পুলওয়ামার কাছে ম্যাককিনহম নামে একটি জায়গায় নিরাপত্তা বাহিনীর গুলিতে খতম হল এক সশস্ত্র জঙ্গী।
আজ সকালেই পুলওয়ামা জেলার ম্যাককিনহম নামে একটি জায়গায় গোপন সূত্রে খবর পেয়ে তল্লাশি চালাতে গিয়েছিলেন নিরাপত্তা বাহিনীর জওয়ানরা। সেখানে গিয়ে তল্লাশি চালানোর সময় এক জঙ্গী, সেনা জওয়ানদের চ্যালেঞ্জ জানালে শুরু হয়ে যায় এনকাউন্টার। দুই পক্ষই গুলি চালাতে শুরু করে দেয়। সেই সময় নিরাপত্তা বাহিনীর গুলিতে নিহত হয় এক জঙ্গী। নিহত জঙ্গীর পরিচয় জানার চেষ্টা চলছে। গোটা এলাকা ঘিরে রেখে তল্লাশি চালাচ্ছে নিরাপত্তা বাহিনী।
আজ জম্মু ও কাশ্মীরের ত্রালের কাছে মাঘমা নামে একটি জায়গাতেও নিরাপত্তা বাহিনীর গুলিতে নিহত হয়েছে এক জঙ্গী। সেই জঙ্গীর নাম পরিচয় এখনো জানা যায় নি। এই ত্রাল জায়গাটিকেই এর আগে জঙ্গীমুক্ত করেছিল নিরাপত্তা বাহিনী। এই জঙ্গী হঠাৎ করেই এই জায়গায় চলে এসেছিল, সেই কারণেই তার নাম পরিচয় জানা যাচ্ছে না বলে মনে করা হচ্ছে।
গোটা কাশ্মীর উপত্যকা জুড়েই চলছে জঙ্গী সাফাই অভিযান। কেননা কাশ্মীরে উন্নয়নের পথে বাধা হয়ে দাঁড়াচ্ছে এই জঙ্গীরাই। চলতি মাসের ২২ তারিখে বদগাঁও এলাকায় আরও এক জঙ্গীকে খতম করেছিল নিরাপত্তা বাহিণী। তারও আগে সেপ্টেম্বরের ১৭ তারিখে শ্রীনগরের কাছে বাটামালু এলাকায় তিনজন জঙ্গীকে নিকেশ করেছিলেন কাশ্মীর জোন পুলিশ ও সিআরপিএফ জওয়ানরা। সেদিন বাটামালু থেকে বেশ কয়েকজনকে গ্ৰেপ্তারও করা হয়েছিল জঙ্গীদের সহযোগিতা করার জন্যে।