"দক্ষিণ কলকাতার ১০টি আসনই পাব, বাংলায় ৭০% ভোট আমাদের", বললেন দক্ষিণ কলকাতার নতুন বিজেপি সভাপতি রাজনীতি - আজ খবর । দেখছি যা লিখছি তাই । ডিজিটাল মিডিয়ায় অন্যতম শক্তিশালী সংবাদ মাধ্যম

Sonar Tori


"দক্ষিণ কলকাতার ১০টি আসনই পাব, বাংলায় ৭০% ভোট আমাদের", বললেন দক্ষিণ কলকাতার নতুন বিজেপি সভাপতি রাজনীতি

Share This

রাজনীতি

আজ খবর (বাংলা),  কলকাতা,পশ্চিমবঙ্গ, ১২/০৯/২০২০ : আজ বিজেপির দক্ষিণ কলকাতার সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন শংকর সিকদার আর দায়িত্ব নিয়েই দক্ষিণ কলকাতায় ১০টি বিধানসভা আসনে বিজেপিই  জয়লাভ করবে বলে দাবী জানালেন তিনি।
আজ দক্ষিণ কলকাতার বেহালার শীলপাড়ায় বিজেপি পার্টি অফিসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিজেপির দক্ষিণ কলকাতার সভাপতি শংকর সিকদার বলেন, "দক্ষিণ কলকাতায় মোট ১০টি বিধানসভার আসন আছে। আমরা এতদিন পর্যন্ত যেভাবে প্রস্তুতি নিতে পেরেছি, তাতে আমরা দেখছি দক্ষিণ কলকাতার অন্তত ৭টি আসনেই আমরা ব্যাপক ভোটে জয়লাভ করব। কিন্তু এখন আমরা যেভাবে প্রস্তুতি নিতে শুরু করেছি, তাতে ২০২১ -এর বিধানসভায় দক্ষিণ কলকাতার ১০টি আসনের মধ্যে ১০টি আসনেই আমরা জয়লাভ করব।"
কিছু দিন আগেই বিজেপির সর্বভারতীয় সভাপতি জগৎ প্রসাদ নাড্ডা আগামী বিধানসভা নির্বাচনে পশ্চিমবাংলায় অন্তত ৫০% ভোট পাওয়ার টার্গেট দিয়েছিলেন বঙ্গ বিজেপিকে। আজ দক্ষিণ কলকাতার নব নিযুক্ত সভাপতি শংকর সিকদার বলেন, "আমরা লোকসভা নির্বাচনের আগে বলেছিলাম ১৯শে  হাফ, ২১শে  সাফ। লোকসভায় বাংলার মানুষ সেটা প্রমাণ করে দিয়েছে। এবার বাংলার মানুষ বাংলার মাটি থেকে তৃণমূলকে সাফ করার শপথ নিয়েছে। আমরা পশ্চিমবাংলা থেকে ৫০% নয় অন্তত ৭০% ভোট পাব বলে নিশ্চিত করছি।"
কিন্তু পশ্চিমবাংলার রাজনীতিতে তৃণমূল ছাড়াও রয়েছে বাম দলগুলি এবং কংগ্রেস। সেই বিষয়ে আজ শংকর সিকদার বলেন, "আপনারা দেখেছেন পশ্চিমবাংলার রাজনীতিতে বামেরা এখন সাইনবোর্ডে পরিণত হয়ে গিয়েছে। আর কংগ্রেস শুধু পশ্চিমবঙ্গেই নয়, গোটা দেশের রাজনীতিতেই সাইনবোর্ডে পরিণত হতে চলেছে।" 
Loading...

Amazon

https://www.amazon.in/Redmi-8A-Dual-Blue-Storage/dp/B07WPVLKPW/ref=sr_1_1?crid=23HR3ULVWSF0N&dchild=1&keywords=mobile+under+10000&qid=1597050765&sprefix=mobile%2Caps%2C895&sr=8-1

Pages