অস্ট্রেলিয়ার 'এ লীগ'-এর চেয়েও বেশি পেমেন্ট দিচ্ছে ভারতের আইএসএল - আজ খবর । দেখছি যা লিখছি তাই । ডিজিটাল মিডিয়ায় অন্যতম শক্তিশালী সংবাদ মাধ্যম

Sonar Tori


অস্ট্রেলিয়ার 'এ লীগ'-এর চেয়েও বেশি পেমেন্ট দিচ্ছে ভারতের আইএসএল

Share This
খেলাধুলা

আজ খবর (বাংলা), নতুন দিল্লী, ভারত, ১৪/০৯/২০২০ :  এবার ইন্ডিয়ান সুপার লীগ (ISL) পাল্লা দিচ্ছে অস্ট্রেলিয়ার 'এ লীগের' সাথে। অন্ততপক্ষে খেলোয়াড়দের পেমেন্ট দেওয়ার দিক থেকে সেই পাল্লা দেওয়াটা আরও আকর্ষণীয় হয়ে উঠেছে। অস্ট্রেলিয়ার এ লীগের অনেক খেলোয়াড় এখন আইএসএল খেলছেন। 
অস্ট্রেলিয়ার ফুটবল সংক্রান্ত একটি ওয়েব পোর্টাল জানাচ্ছে, আইএসএল-এর জনপ্রিয়তা প্রচন্ড বেড়ে গিয়েছে। আর তার সাথে পাল্লা দিয়ে বেড়েছে খেলোয়াড়দের পেমেন্ট।  এমনকি চীন, জাপান, কোরিয়ার বড় বড় খেলোয়াড়রাও এখন অনেক বেশি করে আগ্রহ প্রকাশ করছে আইএসএল টুর্নামেন্টে খেলার জন্যে। বলা যেতে পারে, আইএসএল গোটা বিশ্বের ফুটবল জগতের নজর কেড়ে নিয়েছে অতি দ্রুত। 
এটিকে-মোহনবাগানের খেলোয়াড় রয় কৃষ্ণ অস্ট্রেলিয়ার এ লিগে ছয় মরসুম কাটিয়ে ফেলেছেন, শুধু তাই নয়, ২০১৯-২০ মরসুমে রয় কৃষ্ণ এ লীগে গোল্ডেন বুট জিতেছিলেন। এবার রয় কৃষ্ণ এটিকে-মোহনবাগান-এর হয়ে খেলার জন্যে নিজের বেতন বাড়িয়ে বছরে পাচ্ছেন ৩,৭৫,০০০ ডলার। এ বছর আইএসএল খেলতে অনেক খেলোয়াড় চলে আসছেন অস্ট্রেলিয়ার 'এ লীগ' থেকে। গ্যারি হুপার এ বছর খেলছেন কেরালা ব্লাস্টারর্সের হয়ে। ২৫ বছর বয়সী অস্ট্রেলিয়ান ডিফেন্ডার জ্যাকব ট্র্যাট  এ বছর খেলছেন ওড়িশা ফুটবল ক্লাবের হয়ে।
জোয়েল চিয়ানসে  খেলছেন হায়দ্রাবাদ ফুটবল ক্লাবের হয়ে। জ্যাকব এবং জোয়েল দুজনেই নিয়মিত খেলেন অস্ট্রেলিয়ার পার্থ গ্লোরী ক্লাবের হয়ে। সিডনি ফুটবল ক্লাবের খেলোয়াড় এডাম লে ফন্দ্রে এ বছর খেলছেন মুম্বই  সিটির হয়ে। ব্রিসবেন রোর -এর খেলোয়াড় ব্র্যাড ইনমাম  এ বছর খেলছেন এটিকে-মোহনবাগানের হয়ে। বিদেশী খেলোয়াড় আনার ক্ষেত্রে এবার ব্যাঙ্গালুরু ফুটবল ক্লাবও কোনো কার্পণ্য করছে না। 
এই মুহূর্তে মধ্য প্রাচ্য বা আরব দুনিয়াকে বাদ দিলে খেলোয়াড়দের পেমেন্টের দিক থেকে এশিয়া মহাদেশের পাঁচটি বড় ফুটবল খেলিয়ে দেশের মধ্যে ভারত অন্যতম জায়গায় পৌঁছে গিয়েছে। বিশেষ করে পূর্ব এশিয়ার মধ্যে তো বটেই। চীন, জাপান, কোরিয়া ফুটবল খেলোয়াড়দের যে পরিমান পেমেন্ট করে, ভারতের আইএসএল প্রায় ততটাই পেমেন্ট করছে ফুটবলারদের। 'এ লীগ' ব্রডকাস্ট করার জন্যে ফক্স স্পোর্টস প্রতি বছর এ লীগ কর্তৃপক্ষকে ৫৭ মিলিয়ন অস্ট্রেলিয়ান ডলার দিত। কিন্তু এই মুহূর্তে ফক্স স্পোর্টসের সাথে ব্যাপক গন্ডগোল চলছে 'এ লীগ' কর্তৃপক্ষের, যার জেরে 'এ লিগে'র খেলোয়াড়দের ৩০% করে পেমেন্ট কম দেওয়ার কথা জানানো হয়েছে। উল্টোদিকে ভারতে আইএসএল খেলার জন্যে স্পন্সর এবং প্রোডিউসারের কোনো অভাব নেই, বরং ভারতের স্পনসররা আরও বেশি করে বিনিয়োগ করতে চাইছে। বিশ্বের ফুটবল বাজারে আইএসএল যে ব্যাপক আকর্ষণীয় হয়ে উঠেছে, তাতে কোনো সন্দেহ নেই। 

Loading...

Amazon

https://www.amazon.in/Redmi-8A-Dual-Blue-Storage/dp/B07WPVLKPW/ref=sr_1_1?crid=23HR3ULVWSF0N&dchild=1&keywords=mobile+under+10000&qid=1597050765&sprefix=mobile%2Caps%2C895&sr=8-1

Pages