টানা সাড়ে পাঁচ ঘণ্টা জেরায় মাদক সেবনের কথা অস্বীকার দীপিকার - আজ খবর । দেখছি যা লিখছি তাই । ডিজিটাল মিডিয়ায় অন্যতম শক্তিশালী সংবাদ মাধ্যম

Sonar Tori


টানা সাড়ে পাঁচ ঘণ্টা জেরায় মাদক সেবনের কথা অস্বীকার দীপিকার

Share This

টানা সাড়ে পাঁচ ঘণ্টা জেরায় মাদক সেবনের কথা অস্বীকার দীপিকার


আজ খবর (বাংলা), মুম্বই, মহারাষ্ট্র, ১৬/০৯/২০২০ : আজ টানা সাড়ে পাঁচ ঘন্টা ধরে অভিনেত্রী দীপিকা পাড়ুকোনকে জেরা করলেন নারকোটিকস কন্ট্রোল ব্যুরোর আধিকারিকরা। এছাড়াও ধৰ্মা প্রডাকশনের একজিকিউটিভ প্রোডিউসার ক্ষিতিজ রবি প্রাসাদকে গ্রেপ্তার  করা হল।

মাদক চক্রের সাথে যোগ আছে কিনা তা জানতে আগেই সমন পাঠানো হয়েছিল বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোনকে। সেইমত আজ দীপিকা পৌঁছে যান মুম্বইয়ের নারকোটিকস কন্ট্রোল ব্যুরোর (এনসিবি) অফিসে। সেখানে টানা সাড়ে পাঁচ ঘণ্টা ধরে জেরা করা হয় দীপিকাকে। সূত্র মারফত জানা যাচ্ছে, দীপিকা ড্রাগ চ্যাটের কথা স্বীকার করলেও তিনি নিজে মাদক সেবন করেন নি। এনসিবি দীপিকার উত্তরে সন্তুষ্ট নয় বলেও  জানা যাচ্ছে। আজ তিনি হ্যাঁ বা না দিয়ে জবাব দিলেও আগামী দিনে  ফের তাঁকে জেরা করা হবে এবং সেই সময় তাঁর কাছে বিশদে জিজ্ঞাসাবাদ করা হতে পারে।

মাদক নিয়ে দীপিকা একটি হোয়াটস এপ্লিকেশন গ্রূপ খুলেছিলেন, সেই গ্রূপে তিনি ছিলেন অন্যতম এডমিন। সেকথা প্রথমে দীপিকা অস্বীকার করলেও পরে তাঁর ম্যানেজার কারিশমাকে মুখোমুখি বসিয়ে জেরা করা হলে দীপিকা তা স্বীকার করে নেন আলে জানা গিয়েচ্ছে। তিনি চ্যাটে 'মাল'-এর কথা লিখলেও 'মাল' মানে মাদক নয় সেকথা জানান এনসিবি অফিসারদেরকে। আজ জেরা করা হয়েছে বলিউড অভিনেত্রী সারা আলী খান এবং শ্রদ্ধা কাপুরকেও। এই দুজনকেও আগামীদিনে ফের জেরা করা হবে বলে জানা যাচ্ছে। সারা ও শ্রদ্ধা দুজনেই এনসিবিকে জানিয়েছেন তাঁরা যে পার্টিতে যেতেন সেখানে মাদক নেওয়া হলেও তাঁরা নিজেরা কখনো মাদক নেন নি। তবে সুশান্ত সিং রাজপুত মাদক নিতেন, এমনকি শ্যুটিং চলাকালীন তিনি মাদক সেবন  করতেন বলে দাবী করেছেন দুজনেই।

মাদক যোগ থাকায় আজ ধৰ্মা প্রোডাকশনের একজিকিউটিভ প্রোডিউসার ক্ষিতিজ রবি প্রসাদকে গ্রেপ্তার করেছে এনসিবি। ধৰ্মা প্রোডাকশনের মালিক করন জোহর বলেছেন,"ক্ষিতিজ ধৰ্মা প্রোডাকশনের সিস্টার কনসার্ন ধর্মাটিক  এন্টারটেনমেন্ট নামে কোম্পানীর চুক্তিবদ্ধ একজিকিউটিভ প্রোডিউসার হিসেবে ২০১৯ সালের নভেম্বর মাসে যুক্ত হয়েছিলেন, তবে ধৰ্মা প্রোডাকশনের সাথে ক্ষিতিজের সরাসরি কোনো যোগ ছিল না। আজ আরও এক প্রোডিউসার অনুভব চোপড়াকেও  জিজ্ঞাসাবাদ করেছে এনসিবি। 

Loading...

Amazon

https://www.amazon.in/Redmi-8A-Dual-Blue-Storage/dp/B07WPVLKPW/ref=sr_1_1?crid=23HR3ULVWSF0N&dchild=1&keywords=mobile+under+10000&qid=1597050765&sprefix=mobile%2Caps%2C895&sr=8-1

Pages